তাজিয়া মিছিলে নাশকতার আগাম খবর দৈনিক জনকণ্ঠ জানত !!!!!!

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ২৫ অক্টোবর, ২০১৫, ০৪:১৪:৫১ রাত

শিয়াদের তাজিয়ায় নাশকতার আগাম খবর আ'লীগের মুখপাত্র দৈনিক জনকণ্ঠ জানত, কিন্তু সরকার তা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিলনা কেন?

তাছাড়া নাশকতার খবর ২১ অক্টোবরেই দৈনিক জনকণ্ঠ জানল অন্য কোন পত্রিকা জানল না কেন?

গণমাধ্যমের বরাতে জানা যায় পুলিশের একদল সদস্য গভীর রাতে হোসনি দালান থেকে বের হয়ে আসার পরপরই এই বোমার বিস্ফোরণ ঘটে!

২১ অক্টোবর দৈনিক জনকণ্ঠ লিখেছে:--

গত রবিবার মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে স্থানীয় সরকারের সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে, ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার, তাজিয়া মিছিল বাস্তবায়ন কমিটি, বিহারী নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে তাজিয়া মিছিল থেকে তৃতীয় কোন গোষ্ঠী সরকার ও আটকেপড়া পাকিস্তানীদের বেকায়দায় ফেলতে নাশকতা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। নাশকতা এড়াতে শুক্রবার রাত ১২টার পর তাজিয়া মিছিল বের করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বিডি টু ডে

বিষয়: বিবিধ

১২৫১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

347172
২৫ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


বোমাহামলার সুবিধার্থে মিছিলের সময়টাও নির্ধারণ করে দেয়া হয়েছে!

কারা করেছে তা শিশুরাও আন্দাজ করে- বলতে পারেনা!!
347199
২৬ অক্টোবর ২০১৫ রাত ০১:১৯
আনিসুর রহমান লিখেছেন : আপনার মন্তব্যের সাথে একমত। কেননা আশুরার দিন শুরু হবে খ্রীস্টন কেলেণ্ডার অনুসারে রাত ১২ টার পর নয় বরং মুসলিম কেলেন্ডার অনুসারে চাঁদ উঠার পর অর্থাৎ মাগ’রেবের নামাজের সময় থেকে। এটা শিয়া-সুন্নি সবাই মেনে থাকে। আর তাই তাজিয়া বের হলে সেটা হবে মগরিবের নামাজের পর অথবা এশা নামাজের পর কিংবা ফজর নামাজের পর কোনভাবেই রাত্র ১২ টার পর নয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File