You Start First
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ৩০ আগস্ট, ২০১৫, ১২:৫৫:১৯ দুপুর
বিভিন্ন ব্যাস্ততার জন্য অনেক দিন কোন ব্লগ লেখা হয়ে উঠেনি। ব্লগের সবার জন্য আমার সালাম। এখানে Non-muslim দেরকে ইসলামের দাওয়া দিতে যেয়ে প্রায়স যে কথাটি শুনতে হয় তা হল “Back to Your Country” এবং প্রথম প্রথম আমরা খুব বিব্রত বোধ করতাম। কিন্ত একদিন যখন এক ব্যক্তি আমাদেরকে বলল”Back to your country” তার উত্তরে যখন আমরা বললাম “You Start First” তখন তার চোখ মুখের অভিব্যক্তি ছিল দেখার মত এবং সে তৎক্ষনাত সে স্থান ত্যাগ করে কোন কথা না বলে। এখানে উল্লখ্য Australia একটি Multiculture diverse society এবং এর মোট জন সংখ্যার তিন ভাগের এক ভাগের জন্ম বিদেশে। এর থেকে যা বুঝলাম, তা হল অন্য কোন পন্থা নয় একমাত্র জ্ঞানভিত্তিক পন্থাই পারে ইসলাম বিরোধীদের ধারালো আক্রমনকে ভোঁতা করে দিতে।
বিষয়: বিবিধ
৮৯৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অস্ট্রেলিয়া বা আমেরিকার শ্বেতাঙ্গ রা যখন কাউকে রিফিউজি বা ইমিগ্রান্ট বলে বিষয়টি আসলেই হাস্যকর হয়ে দাড়ায়।
মন্তব্য করতে লগইন করুন