আক্কেল আলী ও খেজুর আলী (রম্য রচনা) বিষয় পুলিশের চাকরী ৮
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ১০ এপ্রিল, ২০১৫, ০৪:২৪:৪৩ বিকাল
আট
মন্ত্রী পরিসদের বৈঠক চলছে কিন্তু ম্যাডাম এখনও এসে পৌছেনি, তাই উপস্থিত মন্ত্রীরা নিজেদের মধ্য আলাপ আলোচনায় ব্যাস্ত। এই সময়ে মগা উদ্দিন মগা হন্ত দন্ত হয়ে বৈঠকে উপস্থিত হল। সন্ত্রাস দমন মন্ত্রী ময়না মগাকে তার দেরী হওয়ার কারন জিজ্ঞাসা করলে, মগা রাগান্বিত ভাবে বলে উঠল আপনার জন্য-ই আমার দেরী হয়ে গেছে। ময়না বুঝতে না পেরে বলল, তার মানে? মগা তখন আক্কেলকে আটকে রাখার কথা বলল। ময়না তখন সকল ঘটনা মগাকে খুলে বলল এবং বলল, ঐ আক্কেল না বেক্কেল পুলিশ অফিসারটার চামরা খুলে যদি আমি ঢুক ঢুগি না বাজাই তো আমার নাম ময়না না। মগা বলল, আপনি খামাখা তার উপর রাগ করছেন। ময়না বলল, আপনি বলছেন খামাখা, এই দেখেন(তার জামা খুলে) তার জন্য আমার কী অবস্থা হয়েছে। তার অবস্থা দেখে মন্ত্রী পরিসদের সকলে শিওরে উঠল একজন বলল, কোন থানা, ময়না সাহেব আপনি খালী অনুমতি দেন, হাম্বা লীগের ছেলেদের বলে বোমা মেরে ঐ থানার সব কয়টা বজ্জাতগো মুন্ড উড়িয়ে দেই। মন্ত্রী পরিসদের আরেক জন বলল, আপনি আমার মনের কথা-ই বলছেন কন্তু এতে পুলিশের মাঝে অসন্তস দেখা দিবে না। অন্য একজন বলল, আপনি যে কী বলেন, আমরা কী অত বোকানি, সুন্দর মত প্লান করে কাজ করবো, অত কাচা কাজ করি না, উল্লুকা পাঁঠানি, কাজতো করবে আম্বা-হাম্বায় কিন্ত দোষ গিয়ে পরবে বিরোধী দল ও কল্পিত অঙ্গী-জঙ্গীদের উপর। এক কথায় আপনি বললে বলতে পারেন উদর পিণ্ডী বোন্দার ঘাড়ে চাপিয়ে দেওয়া আর কী। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ময়না বলল, থাক থাক কোন অ্যাকশনে যাওয়ার দরকার নাই। তখন মগা কৌতুহল দমন করতে না পেরে বলল, ময়না সাহেব আপনি এত ভাল হলেন কবে থেকে! ময়না বলল মগা সাহেব ভাল কী আর এমনি এমনি হইছি, না পেরে ভাল হয়ে গিয়েছি। মগা বলল, বুঝলাম না। ময়না বলল মগা সাহেব দুঃখের কথা আর কী বলবো, ঐ থানার ইনচার্জে যে আছে সে আমার ভাগিনা! নাম্বার ওয়ান গাধা, নকল করে কোন মতে বি এ পাশ করে এসে আমাকে বলল, মামা আমারে পুলিশে একটা চাকরী দিয়েই দেখেন না, কেমনে আমি আপনার বিরোধীদের সাইজ করি। ঐ ছাগলটার কথায় বিশ্বাস করে চাকরীর ব্যাবস্থা করে দিয়ে কী বিপদের মাঝেই না পরেছিলাম, শুধু মাত্র আপনাদের দোয়ার জন্যই এখনও বেচে আছি, জানিনা আল্লাহ্ কী জন্য আমারে মরার হাত থেকে বাচাল? আর কেনইবা এখনও বাঁচিয়ে রখেছে? গাধাটা কী মাইরটাই না মেরছে আমারে, এত মার খাওয়ার পর কোন মানুষ যে বাচতে পারে মনে হয় আমিই তার বড় প্রমান। জল্লাদ ছাড়া এভাবে কোন মানুষ মানুষকে মারতে পারে না। তখন একজন প্রতিমন্ত্রী বলল, আপনার মত মহৎ ব্যাক্তিরা সব সময়, সব যুগে নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে থাকে, তবে এটা বুঝতে পেরেছি নিশ্চয় আল্লাহ্ আপনাকে দিয়ে কোন বড় ধরনের কল্যাণকর কাজ করাবেন, সেই জন্য আপনি এখনও বেচে আছেন। পুলিশ মন্ত্রী মগা ময়নাকে বলল, ময়না সাহেব তবে কী বিরোধী দলের লোকদের উপর মাত্রা অতিরিক্ত নিপীড়ন নির্যাতন হয়ে যাচ্ছে, মাইরের পরিমাণ কী একটু কমিয়ে দেব? ময়না সাথে সাথে বলে উঠল, না না না এ ভুলও করবেন না। আমাদের ব্যাপার আলাদা, তারা কী কোন মানুষের কাতারে পড়ে ; তাদের জন্য আমাদের নীতি করতে হবে ধরবেন তরতাজা জেতা কিন্তু ছারবেন কমের পক্ষে অর্ধ মৃত, কথা বুঝেন নাই।আমার কথা একটাই পুলিশ বিরোধী দলের লোকদের যে ভাবে সাইজ করতাছে তা ঠিক আছে তারা তাদের কাজ চালাইয়া যাক। তবে কী হ্যাঁ, গাধাটার মত যেন কেউ ভুল করে আমাদের লোকদের সাইজ না করে, দেখতেইতো পারছেন গাধাটায় আমাদের বিরোধী লোকজনকে ধরে ধরে সাইজ করছে, সে তার দায়িত্ব যথাযথ ভাবেই পালন করছে কিন্তু সাথে সাথে তার মামাকেও সাইজ করে ফেলেছে, শালা উল্লুকা পাঁঠা আপন মামারেও চিনতে পারে না! তখন একজন বলল, ময়না সাহেব আমি আপনার কথা বুঝতে পেরেছি। পুলিশ যদি আমাদের লোকজনদেরকে এভাবে আপনার মত অমানুষিক ভাবে নির্যাতন করে, তবে তা অবশ্যই ভয়ের ব্যাপার। এ ব্যাপারে যদি আমরা সঠিক কোন ব্যাবস্থা নিতে ব্যাথ হই তবে ভবিৎষতে আমাদের জন্য যে বিপদ দারিয়ে আছে তা একমাত্র আল্লাহ্ মালুম। তখন পুলিশ মন্ত্রী মগা বলল, অবশ্যই আমরা এই বিষয় নিয়ে ম্যাড্যামের সাথে আলাপ করবো, কেননা দেশের কল্যাণের জন্য, জনতার কল্যাণের জন্য, আমাদেরকে অনেক সময়ে হত্যা-খুন- গুম করতে হয়, মেছাকার, গনহত্যা তো আছেই এমন কী পৃথিবির ইতিহাসে বিরল, জুডিশিয়াল কিলিং-ও করতে হয়।
বিষয়: বিবিধ
১০৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন