নিজেকে চালাক ও অপরকে বোকা ভাবার আজব নমুনা !!
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ২৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৫৬:০০ সকাল
নমুনা ১: জামায়াতে ইসলামীর হয়ে’ বোমাবাজির অভিযোগে রাজশাহী মহানগর যুবলীগের ‘বহিস্কৃত’ সহ-সভাপতি আব্বাস আলীকে (৪০) গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে রাজশাহী বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শাহজাহান সিরাজ দাবি, ‘আব্বাস আলী যুবলীগের সহসভাপতির পদ থেকে বহিস্কৃত। বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।’ তিনি আরো বলেন, আব্বাস আলী বেশ কিছু দিন ধরেই এলাকায় বোমাবাজি ও নাশকতা সংগঠিত করে আসছিলেন। তাকে গ্রেপ্তারের পর মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। এদিকে সোমবার সন্ধ্যা ৭টায় মতিহার থানার ওসি আব্দুর রউফের কাছে এ বিষয়ে জানাতে চাইলে তিনি বলেন, ‘আব্বাস আলীকে বিজিবি সদস্যরা গ্রেপ্তার করেছে। তবে তাকে এখনো থানায় হস্তান্তর করেনি।’
নমুনা ২ সুরতহাল প্রতিবেদনের তথ্য : কথিত গণপিটুনিতে নিহতদের শরীরে ৫৬ গুলির চিহ্ন!!!!
বিষয়: বিবিধ
১৪২২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিলাই কামরায় বাঘের গাল
ইঁদুর চিমটায় বিলাই এর খাল
Thanks for your comment
Thanks for your comment
If it is fact, then AL is the champian of this department, No dought about it
আপনি যেহেতু আওয়ামী লীগের একজন শুভাকাঙ্ক্ষী তাই আপনি আমার দুঃখ বুঝবেন।
আমি গনতন্ত্রের মানস কন্যাকে অনুরোধ করছি, আপনি যে ভাবে হত্যা, খুন-গুম, গুলি করে, পুড়িয়ে ও ফাসির কাষ্ঠে ঝুলিয়ে রাজাকার নিধন করে যাছেন তা বন্ধ করবেন না, কেননা এই রাজাকারের দল আজকে আমার ঘিলুতে ঢূকছে কাল যে আপনার ঘুলুতে ঢূকবে না তার কি গ্যারান্টি।
মন্তব্য করতে লগইন করুন