নিজেকে চালাক ও অপরকে বোকা ভাবার আজব নমুনা !!

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ২৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৫৬:০০ সকাল

নমুনা ১: জামায়াতে ইসলামীর হয়ে’ বোমাবাজির অভিযোগে রাজশাহী মহানগর যুবলীগের ‘বহিস্কৃত’ সহ-সভাপতি আব্বাস আলীকে (৪০) গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে রাজশাহী বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শাহজাহান সিরাজ দাবি, ‘আব্বাস আলী যুবলীগের সহসভাপতির পদ থেকে বহিস্কৃত। বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।’ তিনি আরো বলেন, আব্বাস আলী বেশ কিছু দিন ধরেই এলাকায় বোমাবাজি ও নাশকতা সংগঠিত করে আসছিলেন। তাকে গ্রেপ্তারের পর মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। এদিকে সোমবার সন্ধ্যা ৭টায় মতিহার থানার ওসি আব্দুর রউফের কাছে এ বিষয়ে জানাতে চাইলে তিনি বলেন, ‘আব্বাস আলীকে বিজিবি সদস্যরা গ্রেপ্তার করেছে। তবে তাকে এখনো থানায় হস্তান্তর করেনি।’

নমুনা ২ সুরতহাল প্রতিবেদনের তথ্য : কথিত গণপিটুনিতে নিহতদের শরীরে ৫৬ গুলির চিহ্ন!!!!

বিষয়: বিবিধ

১৪২২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305869
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:৫০
অষ্টপ্রহর লিখেছেন : আরো কত কি দেখবো!
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:০৮
247476
আনিসুর রহমান লিখেছেন : May be future picture should be like this poem----
বিলাই কামরায় বাঘের গাল
ইঁদুর চিমটায় বিলাই এর খাল
Thanks for your comment
305870
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সেম সাইড ঢাকার চেষ্টা!
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:২০
247479
আনিসুর রহমান লিখেছেন : অনেকটা চোখ বুঝে লুকানোর চেষ্টা
Thanks for your comment
305878
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৫০
হতভাগা লিখেছেন : নিজের কৃত অন্যায় অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে ফায়দা তোলা একটা শিল্প
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৫২
247495
আনিসুর রহমান লিখেছেন : নিজের কৃত অন্যায় অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে ফায়দা তোলা একটা শিল্প
If it is fact, then AL is the champian of this department, No dought about it

২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৭
247496
হতভাগা লিখেছেন : dought মানে কি ভাই সাহেব ?
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
247553
আনিসুর রহমান লিখেছেন : কমেন্ট করার পর পরই বানান ভুলটা নজরে আসে। করার কিছুই ছিল না। ওটা dought না হয়ে হবে Doubt। ভুলের কারন নিয়ে কছুক্ষণ চিন্তা করার পর বুঝতে পারলাম এই ভুলের জন্য আমি দায়ী না বরং রাজাকার জামাত ও বি এন, পি দায়ী। কেননা আমি যেই আওয়ামী লীগের একটু প্রশংসা করতে যাছিছ অমনেই তারা কেমনে জানি আমার মাথার ভিতরে ঢুকে পরে, একটি গুরুত্বপূর্ণ বানান ভুল করে দিল ফলে অর্থ বুঝা জটিল হয়ে গেল।
আপনি যেহেতু আওয়ামী লীগের একজন শুভাকাঙ্ক্ষী তাই আপনি আমার দুঃখ বুঝবেন।
আমি গনতন্ত্রের মানস কন্যাকে অনুরোধ করছি, আপনি যে ভাবে হত্যা, খুন-গুম, গুলি করে, পুড়িয়ে ও ফাসির কাষ্ঠে ঝুলিয়ে রাজাকার নিধন করে যাছেন তা বন্ধ করবেন না, কেননা এই রাজাকারের দল আজকে আমার ঘিলুতে ঢূকছে কাল যে আপনার ঘুলুতে ঢূকবে না তার কি গ্যারান্টি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File