গদী রক্ষায় ফ্যাসিস্ট রেজিমের যত চেস্টা-- হত্যা, খুন, গুম এবং জুডিশিয়াল কিলিং
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ১৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:২৫:৪৩ সকাল
বর্তমান ফ্যেসিইজম বিরোধী ও গনতন্ত্র পুনঃরুদ্ধার আন্দোলনের ঠেলায় দিশেহারা জুলুমশাহীরা বিভিন্নভাবে এই পরিস্থিতি থেকে উত্তরনের চেষ্টা করছে। যেমন--
১। তারা নিরপরাধ বিরোধী কর্মী বা কোন কোন ক্ষেত্রে টাকার লোভে মালদার লকদেরকে প্রথমে তাদের পোস্য বাহিনীর দ্বারা গুম করছে এবং পরে তাদের লাশ পাওয়া যাছে।
২। তারা নিরপরাধ বিরোধী কর্মী বা টাকার লভে পরে মালদার লকদেরকে প্রথমে তাদের পোস্য বাহিনীর দ্বারা গুম করছে এবং পরে তাদেরকে হত্যা করে বলছে ক্রসফায়ারে মারা গেছে।
৩। পেট্রল বোমা মেরে জনতাকে পুরিয়ে নাম দিছে নিরপরাধ বিরোধী দলীয় কর্মীদের উপর। কোন কোন ক্ষত্রে পেট্রল মেরে পুড়িয়ে মারার হুমকী দানকারী ছাত্র লীগের ছেলেদের দ্বারা নিরপরাধ লোকদের বেধে পুলিশের কাছে ধরে এনে বলছে পেট্রল বোমা নিক্ষেপকারী। শুধু তাই নয় এ হিনিয়াস কাজের জন্য আবার পুরুস্কার হিসাবে টাকাও পাছে ফ্যেসিস্ট রেজীমের কাছ থেকে!!!
৪। স্কাইপে কেলেংকারীতে জড়িত করাপটেট বিচারপতিদের প্রমোশন দিয়ে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে নিরপরাধ বিরোধী পতিপক্ষকে হত্যার চেষ্টায় লিপ্ত। এক্ষেত্রে তারা চতুর শিয়ালের মত ধর্ম নিরপেক্ষতা ও সাম্প্রদায়ীকতাকে সাফ্যলের সাথে ট্রাম কার্ড হিসাবে ব্যাবহার করছে।
৫। তাদের নেত্রী হত্যা, খুন, গুম এবং জুডিশিয়াল কিলিং , ম্যাসাকার সহ বিভিন্ন অভিনব পদ্ধতিতে নিরপরাধ বিরোধী দলীয় কর্মী সহ জনতাকে হত্যা করার পর মানুষকে বিভ্রান্ত করার জন্য কান্নাকাটি করে বলছে এ ভাবে অর্থাৎ হত্যা, খুন, গুম এবং পেট্রল বোমা এর মাধ্যমে মানুষ হত্যার জন্য সে খুবই বিচলিত!!!!!
ইতিহাস সাক্ষী কোন জুলুমশাহীই হত্যা, খুন, গুম এবং জুডিশিয়াল কিলিং এবং ম্যাসাকার করে বেশী দিন টিকে থাকতে পারেনি। সুতরাং তারাও পারবে না।
বিষয়: বিবিধ
১০৫৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন