তারেক রহমানের প্রতি একটি বিনীত অনুরোধ (রম্য)

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:২২:৩১ সকাল

তারেক রহমান, আমরা আপনার দিক নির্দেশনা মূলক বক্তব্য শুনার জন্য অতি উদগ্রিব। আমরা জানি বর্তমান ফ্যাসিস্ট রেজীম, আপনি তো দূর আপনার ছায়াকেও ভয় পায়। তাই তার সর্ব উপায়ে আপনার বক্তব্য যাতে আমজনতা শুনতে না পায়, তার জন্য নাওয়া খাওয়া ভুলে ক্রমাগত চেস্ট করে যাচ্ছে। শুনা যায় আম্বাশাহীর কোন কোন নেতা, আপনার নাম শুনা মাত নাকি কাপর নাপাক করে ফেলে। আরও শুনা যায় তারা আপনাকে খান-এ-গাদ্দার খান এর সহায়তায় যুদ্ধ অপরাধের দায়ে বিশেষ বিচারের নামে ফাঁশি কাস্টে ঝুলানর চেস্ট করিতেছে। মোটা মাথা, ভুঁড়িওয়ালা খান এ গাদ্দার খান আম্বাশাহিকে এই ধরনের আশাস বানী শুনাইয়া নাকি পকেট ভারী করিতেছে। সে বলিয়াছে, নাবালককে সাবালক পরোমান করা তার কাছে ১/২ মত বেপার।

আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে আপনার বক্তব্য জনগণের মাঝে পৌছানর একটা বিকল্প পদ্ধতি আবিষ্কার করেছি। দয়া করে তা ভেবে দেখবেন।

আমার নব আবিস্কৃত বিকল্প পদ্ধতি হল। আপনি লন্ডনে বসে লন্ডন বি এন, পি’র বক্তব্য ( লন্ডন বি এন, পি’র বক্তব্য যে আপনারই বক্তব্য এটা বুঝতে আমজনতার কোন ধরনে বুদ্ধি খরচের দারকার পরবে না) প্রচারের জন্য অন্তত একজন স্পকমেন নিয়োগ দেন; যেমন আমেরিকাতে আছে হোয়াইট হাউস স্পকমেন(White house spokeman); যে ফ্যাসিইজম বিরুধী ও গনতন্ত্র পুনরুদ্ধার অন্দোলনের বিষয়ে প্রতিদিন অন্তত একবার আপনার আপনার দিক নির্দেশনা থুরি লন্ডন বি এন, পি’র নির্দেশনা জানাতে পারে। এই ভাবে লাঠি না ভেঙ্গে কাজ উদ্ধার করতে পারবেন বলে আশা রাখী।

সতর্কতাঃ সংবাদিক ভাইদের বলছি আপনারা যখন ফ্যাসিইজম বিরুধী ও গনতন্ত্র পুনরুদ্ধার অন্দোলনের বিষয়ে প্রতিদিন তারেক রহমানের দিক নির্দেশনা থুরি লন্ডন বি এন, পি’র নির্দেশনার সংবাদ দিবেন তখন আমার মত বার বার ভুল কইরা(লন্ডন বি এন, পি’র নির্দেশনার স্থানে তারেক রহমান লিখে) ইসলামী অন্দোলনের নেতাদের মত গলায় ফাসির দড়ি পড়িয়া আমাকে গালাগাল করিবেন না। তারেকের ভয়ে যারা হাগি-মুতি কাপর নাপাক করে ফলে তদের দিকে নজর রাখিবেন। কেননা তার হয়তো বার বার কাপর পরিষ্কার করিতে করিতে অত্যন্ত বিরক্ত হইয়া র‍্যাট(RAT) অথবা পুলিশ অথবা হাম্বা লীগ এর সাহায্য নিয়া পেট্রোল আথবা পেট্রোল বোমার নিক্ষেপ করিয়া আপনাদের শরীরকে জ্বালইয়া উলটা তারেক রহমানের উপর দোষ চাপাইয়া দিবে।

বিষয়: বিবিধ

১০৩০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302720
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:৫১
sarkar লিখেছেন : ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
০৪ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:০১
245020
আনিসুর রহমান লিখেছেন : আমার পোসট পড়ার জন আপনাকেও অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File