সিডনীতে ফ্যাসিস্ট রেজীম(Fasciest Ragime) বিরোধী ও গণতন্ত্র পুনঃরুদ্ধার আন্দলনের ঢেউ
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ১২ জানুয়ারি, ২০১৫, ০৩:৩১:২৩ রাত
গতকাল হয়ে গেল সিডনীতে বাংলাদেশে চলমান ফ্যাসিস্ট রেজীম(Fasciest Ragime) বিরোধী ও গণতন্ত্র পুনঃরুদ্ধার আন্দলনের সমথনে এক প্রতীবাদ সমাবেশ। বৈরী আবহওয়ার কারনে প্রতীবাদ সমাবেশটি অল্প সময়ের নোটিশে খোলা উদ্দান থেকে তরি-ঘড়ি করে হল রুমে(Rememberance Hall, Lakemba, NSW, Australia ) স্থানান্তরিত করা সত্বেও প্রচুর লোকের আগমন প্রমান করে যে বাংলাদেশীদের সাথে সাথে প্রবাসী বাংলাদেশীরাও অধীর আগ্রহে প্রহর গুনছে, ফ্যাসিস্ট রেজীমের মরা লাশের উপর পত পত করে উড়তে থাকা মানবতা ও গণতন্ত্রের পতাকা দেখতে।
শুধু তাই নয়, দল, মত নির্বিশেষ সকলে এ বিষয়ে একমত হয় যে এখন থেকে তারা ফ্যাসিস্ট রেজীম(Fasciest Ragime) বিরোধী ও গণতন্ত্র পুনঃরুদ্ধার আন্দলনের সাফল্যর জন্য ও বিশ্ববাসীর সমথন পাওয়ার জন্য এক যোগে কাজ করে যাবে। ইনশাল্লাহ বিজয় খুবই নিকটবর্তী।
বিষয়: বিবিধ
১০৮৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাইরে বসে রাজা উজির খুব মারা যায় , কাজের কাজ কিছুই হয় না । এসব না করে যদি পল্টনের দলীয় কার্যালয়ে বসতো তাও কিছু উপকার হত দলের।
এসব চৈ চৈ দলের জন্য কোন সুফল বয়ে আনতে পারে না । উপরন্তু কালো মানিকদের লাল চোখ দেখতে হয় ।
মন্তব্য করতে লগইন করুন