ফ্যাসিইম বিরোধী ও গনতন্ত্র পুন: –উদ্ধারের আন্দলোণ বিজয়ের দ্বারপ্রান্ত দরকার শুধু ধৈয
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ১১ জানুয়ারি, ২০১৫, ০৮:১৩:৩০ সকাল
সংবাদপত্রের থেকে নেওয়া নিন্মের খবরগুল ফ্যাসিইজন বিরোধী ও গনতন্ত্র পুন –উদ্ধারের আন্দলোণের বিজয়ে যে দবারপ্রন্তে তার স্বপক্ষে প্রমান দেয় :-----
দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হতে পারে: সুজন
সংলাপের উদ্যোগ নিতে রাষ্ট্রপতির কাছে অনুরোধ (ডেইলী আমার দেশ)
অবরোধকারীদের দিকে ছোড়া গুলি লাগল পুলিশের গায়ে (ডেইলী আমার দেশ)
খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের পাশে গাড়িতে আগুন (ডেইলী আমার দেশ)
পুলিশ-বিজিবির পাহারায় চালিত বাস-ট্রাকেও হামলা (ডেইলী আমার দেশ)
বিরতিহীন আন্দোলনের প্রস্তুতি জামায়াতের (ডেইলী আমার দেশ)
টানা অবরোধে ভেঙে পড়েছে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা। সরকারের তরফে চেষ্টা করেও মহাসড়কে যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী ট্রাক নামানো যাচ্ছে না। গতকাল পুলিশ ও বিজিবি’র প্রহারায় কিছু গাড়ি চললেও বিভিন্ন স্থানে অবরোধকারীদের হামলার শিকার হয়। রাতে বিভিন্ন স্থানে মহাসড়কে যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটে। এদিকে একের পর এক নাশকতার কারণে ট্রেন যোগাযোগও বিপর্যস্ত হয়ে পড়েছে। লণ্ডভণ্ড হয়ে পড়েছে সময়সূচি। নাশকতার কারণে যাত্রা বাতিল করতে হচ্ছে নির্ধারিত ট্রেনের। গতকাল রাজধানীর সদরঘাটে একটি যাত্রীবাহী লঞ্চেও আগুন দেয়ার ঘটনা ঘটে। এছাড়া রাজধানীতে অবরোধের পঞ্চম দিনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদের গাড়িসহ বিভিন্ন এলাকায় অন্তত ১০টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। (ডেইলী মানবজমিন)
বিপর্যস্ত তিন খাত সমঝোতা চায় এফবিসিসিআই (ডেইলী মানবজমিন)
অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলেছে রাজনীতি (ডেইলী প্রথম আলো)
আবরধের ফাঁদে অর্থনীতি (ডেইলী যুগান্তর)
রাজধানীতে তীব্র গ্যাসের সংকট (ডেইলী ইনকিলাব)
সরকার নাশকতা করতে পারে সতর্ক থাকুন সরবাত্নক প্রতিরোধ গড়ে তুলুল –রিজভী (ডেইলী ইনকিলাব)
খালেদা জিয়াও গ্রেফতার হতে পারেন (ডেইলী জনকণ্ঠ)
যে কোন ধরনের নাশকতাকারীকে দেখামাত্র গুলির নির্দেশও আসতে পারে (ডেইলী জনকণ্ঠ)
টানা অবরোধে অচল সড়ক যোগাযোগ (ডেইলী নয়া দিগন্ত)
এ কেমন বিপদজনক বাংলাদেশ (ডেইলী নয়া দিগন্ত))
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে বিএনপি জামাতের দালাল বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাড.কামরুল ইসলাম। (ডেইলী আমার দেশ)
বিষয়: বিবিধ
১১৩০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই আন্দোলন করেই মরা উচিত-
কালা মানিক, হাসিনা, ইনু, লতিফ, কামরুল এদের চামড়া তোলার পর যা হবার হবে!
সুতরাং বুঝতেই পারছেন, কারো যদি ভাঙ্গা- চুরা কোন মতে চলার উপযোগি গাড়ী থাকে তবুত একটা গাড়ী আছে বলতে পারবে ও তার ঠেকা কাজ চলবে। সেটা যদি তেনার মিস্টি কথা শুনিয়া পুড়াইয়া ফেলে তবে আম ও ছালা দুটাই হারাইয়া চোখে দেখবে সুর্ষে ফুল। আমাদের মনে রাখতে হবে দুষ্ট লোকের মিষ্টি কথায় কান দিতে নাই।
মন্তব্য করতে লগইন করুন