Tarak Rahman’s Words are stronger than Ever Before -১

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০৯ জানুয়ারি, ২০১৫, ০৬:৪৩:২৭ সকাল

তারেক রহমান, বি,এন, পি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ড। যার পিতা এক জন বিশাল ব্যাক্তিত্য সম্পন্ন ব্যাক্তি, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ড (Very early of our liberation war against the anti-Islamic, materilist Pak army ruler in 1971 and soon after declare the “Independency”), স্বাধীনতার ঘোষক। যিনি তার প্রথম জীবনে ম্যেটেরিয়ালিস্ট ও ইসলাম বিদ্যেষী পাকিস্তানী সেনাবাহিনীকে পছন্দ না করলেও ইসলাম বিদ্যেষী আধিপত্যবাদী শক্তিকে মোকাবেলা করার তামান্যা নিয়ে পাক বাহিনীতে যোগদান করেন ও ১৯৬৫ এর পাক-ভারত যুদ্ধে সফল্যের সাথে ভারতকে মোকাবেলা করেন; এবং ১৯৭১ সালে যিনি ম্যেটেরিয়ালিস্ট ও ইসলাম বিদেশী পাকিস্তানী সামরিক জান্তার বর্বতার বিরুদ্ধে, বাংলাদেশী রাজনৈতিক নেতাদের অদূরদর্শীতা ও লজ্জকর নিরবতার মুখে স্ব-উদ্দেগে নিজের জীবনকে বিপদের মুখে ঠেলে দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষনা করেন। শুধু তাই নয় তারেকের পিতা শহিদ প্রেসিডেন্ড জিয়াউর রহমান পরবতিতে বাংলাদেশের ঘোরতর বিপদের দিনে আবারো সাহসিকতার সাথে সিপাহি-জনতার বিপ্লবের নেতীত্র দেন(৭-ই নভেম্বরের বিপ্লব) । তিনি বাংলাদেশকে বহু দলীয় গনতান্ত্রিক দেশ হিসাবে প্রতিষ্ঠা করেন।

স্বাভাবিক ভাবেই তারেকের কাছে জনতার অনেক চাউয়া ছিল এবং একই সময়ে তারেক চাক বা নাচাক তার অনেক শ্ত্রুও তৈরি হয়। এরূপ একজন পিতার ছেলে হিসাবে তারেক যতই চাক না কেন নীরবে জীবনযাপন করতে তা বাস্তবে অসম্ভব। বাস্তবেও ঘটেছে তাই, তারেকে মোকাবেলা করতে হয়েছে নিপীড়ন নির্যাতন ও মামলার পর মামলা ও বিভিন্ন ধরনের বায়ুবিয় অভিযোগ। ফলে তারেকে অনেকটা বাধ্য হইয়েই পরিস্থিতি মোকাবেলা করতে তার মুখ খুলতে হয়। এক্ষেত্রে তারেক বুদ্ধমত্তার সাথে আওয়ামী লীগের মত ফালতু কোন কথা না বলে,বরং সে তার প্রগ্যা, মেধা ও শ্রমের দারা আওয়ামী লীগের তৈরি করা “মীথ” , যার সাহায্য নিয়ে এই দলটি বার বার বাংলাদেশের মানুযকে প্রতারিত করে আসছিল, তার মুখোশ উন্মচন করে দেয়। তার এই কাজটা অনেকটা ধর্ম ব্যাবসায়িদের “লাল সালু মীথ” তৈরি করে মানুষকে প্রতারিত করে দেওয়ার তথ্য ফাঁশের মত। ফলে বর্তমান ফ্যাসিস্ট রেজীমের পতনের অন্দলোণ ক্রমেই বেগবান হচ্ছ। ফ্যাসিস্ট রেজীমের হাতের নাগালের বাহিরে থাকা তারেকের বিরুদ্ধে প্রতি দিন সমান তালে মামলার সংখ্যা বারছে এবং দিশেহারা রেজীম তার বিরুদ্ধে আবল-তাবল বকে যাচ্ছে; আর মুজিব কোটের সাহায্য নিয়ে বাংলাদেশের ইলেকটনিক ও প্রিন্ট মিডিয়ায় তারেকের বক্তব্য প্রচার নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু কী ছিল তারেকের বক্তব্যে? কেন তা ব্যান্ড করা হল?

চলবে------

বিষয়: বিবিধ

১২২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File