হ্যাঁ ---না
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০৭ নভেম্বর, ২০১৪, ০৮:১২:১১ রাত
তিনি আসলেন গদীতে বসলেন
তারপর প্রথমত তিনি বললেন
ধর্মনিরপেক্ষতা হবে মদের নীতি
জনতা বললেন “না”
তিনি বললেন শুনিয়াছি আমি “হ্যাঁ”
দ্বিতিয়ত তিনি বললেন
যারা মানবে না মোদের নীতি
তারা সব গণ্য হবে আজি
মানবতা বিরোধী জংলী এর রাজাকারের নাতিপুতি
জনতা বললেন “না”
তিনি বললেন শুনিয়াছি আমি “হ্যাঁ”
সবশেষে তিনি বললেন
আমার পিতা তোমাদেরও পিতা
তবে নয় মোর পিতা তোমাদের পিতা
জনতা বললেন “না”
তিনি বললেন শুনিয়াছি আমি “হ্যাঁ”
পরিশেষে তিনি আরও যোগ করলেন
গভীর আবেগ দিয়ে অশ্রু-সজল নয়নে
বাক রুদ্ধ কণ্ঠে বললেন,আকরে ধরে আছি গদিটা
শুধু জনতার সেবা আর কল্যাণের কথাটা ভেবে!
বিরক্ত জনতা অবশেষে বলে উঠে সমস্বঃরে
উরে উরে “হ্যাঁ” –রে দূর হয়ে যা রে।
(বিঃ দ্রঃ দয়া করে “হ্যাঁ” ---“না” –র অর্থ “হাসিনা” করবেন না)
বিষয়: বিবিধ
৯৯৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন