গণতন্ত্রপ্রেমী প্রবাসী বাংলাদেশীদের ফ্যাসিইজমের প্রতি ঘৃনা ও বিক্ষোপ

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ১৯ অক্টোবর, ২০১৪, ০৪:২৩:১৫ বিকাল

সিটিজেন মুভমেন্ট ইউকের আহ্বায়ক এম এ মালেকের নেতৃত্বে ইতালিতে এবার অবরুদ্ধ হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিক্ষুব্ধ নেতাকর্মীরা ইতালির রাজধানী মিলানের বালিয়ানো বিও সেনাটোতে অবস্থিত শেখ হাসিনার হোটেল স্যুট প্রায় তিন ঘন্টা ঘিরে রাখে। ফলে হোটেল থেকে বের হতে না পেরে অবরুদ্ধ হয়ে পড়েন শেখ হাসিনা। এ সময় হাসিনা বিরোধী নানা স্লোগানে মুখরিত হয় হোটেল এলাকা। সিটিজেন মুভমেন্ট, মিলান বিএনপি ও ২০ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দের উপস্থিতিতে হোটেল স্যুটের বাইরে এক উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ কমিশনার স্টিফেন লরেন্সের নেতৃত্বে শত শত পুলিশ হোটেল এলাকায় অবস্থান নিয়ে নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করে। কারচুপির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা শেখ হাসিনাকে সর্বত্র প্রতিরোধ করা হবে বলে জানান নেতাকর্মীরা।

শেখ হাসিনাকে তিন ঘন্টাব্যাপী হোটেল কক্ষে অবরুদ্ধ করে রাখার সময় সাংবাদিকের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন সিটিজেন মুভমেন্ট ইউকের আহ্বায়ক এম এ মালেক। তিনি বলেন, ভোটারবিহীন একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট না নিয়ে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করেছে। তাদের ক্ষমতা গ্রহণের পর থেকে দেশে যে নৈরাজ্য শুরু হয়েছে তাতে সাধারণ মানুষ আর তাদের ক্ষমতায় দেখতে চায় না। র্যাব কর্তৃক গুম, খুন আর ক্রসফায়ারের ঘটনা রক্ষীবাহিনীকেও ছাড়িয়ে গেছে। তাই এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। তিনি অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান। এম এ মালেক বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। আওয়ামী লীগ বাংলাদেশের অখন্ডতার বিরুদ্ধে অবস্থান নিয়ে আঁঁতাত করে ক্ষমতায় আঁঁকড়ে আছে। তাই বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে বাংলাদেশ বিরোধী অপশক্তি হিসেবে চিহ্নিত করে রাখবে। তিনি বলেন, গণতন্ত্র, সাম্য, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদাকে ভূলুণ্ঠিত করে যারা সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে প্রতিষ্ঠিত করতে চায় এরা কখনো দেশ ও জাতির বন্ধু হতে পারে না। এরা মানবতার শত্রু ও গণতন্ত্র হরণকারী হিসেবেও চিহ্নিত।

এম এ মালেক বলেন, যত দিন যাচ্ছে ততই শেখ হাসিনার অবৈধ সরকারের প্রতি বিশ্ব নেতৃবৃন্দের চাপ বাড়ছে। ইতিমধ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি বলে আনুষ্ঠানিকভাবে তাদের মন্তব্য দিয়েছে। তাই আজ এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তিনি যেখানেই যাবেন, সেখানেই বিক্ষোভ ও প্রতিরোধ গড়ে তোলা হবে

বিষয়: বিবিধ

৮৯২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276044
১৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
আফরা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৩ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০৯
221336
আনিসুর রহমান লিখেছেন : <:-P <:-P <:-P
276054
১৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
ইবনে আহমাদ লিখেছেন : কাজের কাজ করেছন জনাব আব্দূল মালিক সাহেব। ফ্যাসিষ্ট পরিবারকে বাংলাদেশের রাজনীতি থেকে গুডবাই জানানো উচিত।
আপনাকে ধন্যবাদ।
২৩ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০৮
221335
আনিসুর রহমান লিখেছেন : জাযকাল্লাহ খায়ের

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File