রমদানুল করিম
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ২৮ জুন, ২০১৪, ০২:০৫:১৯ দুপুর
হাদীসঃ কাব বিন উজরাহ থেকে বর্ণীত,নবী করিম (সাঃ) বলেছেন, মিম্বার নিয়ে এসো, আমরা মিম্বার নিয়ে আসলাম। তিনি মিম্বারের প্রথম সিঁড়ীতে পা রেখে বললেন, ‘আমীন’। অতঃপর দ্বিতিয় সিঁড়ীতেও পা রেখে বললেন, ‘আমীন’। তৃতীয় সিঁড়ীতে পা রেখেও বললেন, ‘আমীন’। তিনি মিম্বার থেকে নামার পর আমরা তাকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রসূল(সাঃ) আমরা আপনার কাছ থেকে আজ এমন জিনিস শুনতে পেলাম যা আগে কখনও শুনিনি। তখন তিনি বললেন, হযরত জিব্রীল(আঃ) এসেছিলেন। তিনি বললেন (জিব্রীল আঃ), “ সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক, যে রমজান মাস পাওয়া সত্বেও তার গুনা মাফ করাতে পারলো না; আমি(নবী করিম সাঃ) বললাম আমীন অর্থাৎ হে আল্লাহ কবুল কর। ---------(হাকেম)
Very Important month for erase your Sin/Zulum. Wake up, do not waste your time!!
বিষয়: বিবিধ
১১২৪ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন