বাংলাদেশে বিচার বিভাগের ওপর সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে সরকার : আইনের শাসন নিয়ে জেনেভায় বিশেষ সভা ১৯ শে জুন,২০১৪

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ১৮ জুন, ২০১৪, ০৮:৩৩:২২ সকাল

বাংলাদেশের বিচার বিভাগীয় প্রতিষ্ঠানের ওপর বর্তমান সরকার সর্বময় কর্তৃত্ব স্থাপন করেছে বলে মন্তব্য করেছে একটি খ্যাতনামা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।অন্যদিকে কয়েকটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল উপলক্ষে ১৯ জুন জেনেভায় ‘বাংলাদেশে আইনের শাসন’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে। হংকং ভিত্তিক মানবাধিকার সংগঠন এশিয়ান হিউম্যান রাইটস কমিশন এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশে বিচার বিভাগীয় প্রতিষ্ঠানের ওপর বর্তমান সরকার সর্বময় কর্তৃত্ব স্থাপন করেছে। বিবৃতিতে আরও অভিযোগ করা হয়,সরকার বিচার বিচার ও প্রসিকিউশনকে ব্যবহার করে মানবাধিকার সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। এর উদাহরণ হিসেবে অধিকার সম্পাদক আদিলুর রহমান খানের নাম উল্লেখ করা হয়।

এদিকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ২৬তম সভার সমান্তরালে ১৯ জুন সুইজারল্যান্ডের জেনেভায় ‘বাংলাদেশে আইনের শাসন’ শীর্ষক এক সভার আয়োজন করেছে এশিয়ান লিগ্যাল রিসোর্চ সেন্টার (এএলআরসি) ওয়ার্ল্ড অর্গানাইজেশন অ্যাগানেইস্ট টর্চার (ওএমসিটি), ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ) এবং হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

এএলআরসি জানায়, বাংলাদেশ সরকার মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের বিভিন্ন সনদে স্বাক্ষর করেছে। বাংলাদেশের সংবিধানেও সব নাগরিকের মৌলিক মানবাধিকারের গ্যারান্টি দেয়া হয়েছে। কিন্তু বাপকভিতত্তিক তথ্যানুসন্ধানে দেখা গেছে, এসব প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। বাংলাদেশের বি্চার বিভাগ নাগরিকদের মানবাধিকার রক্ষায় ব্যর্থ হচ্ছে। বাংলাদেশে আইনের শাসন শীর্ষক এ সভায় বক্তব্য রাখবেন এএলআরসি কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, ওএমসিটির মহাসচিব জেরাল্ড স্টাবেরক প্রমুখ।

বিষয়: বিবিধ

৭৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File