Democracy Indian Style
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ১৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৪৯:৫৯ সকাল
ভারতীয় গণতন্ত্রের ‘বড় কলঙ্ক’ : তেলেঙ্গানা রাজ্য বিল নিয়ে লোকসভা রণক্ষেত্র, অধিবেশনে চাকু প্রদর্শন, গুঁড়োমরিচ স্প্রে, মারপিট; মাইক, টেবিল ও গ্লাস ভাংচুর; ১৮ জন এমপিকে বরখাস্ত, প্রত্যক্ষদর্শী ছিলেন স্পিকার শিরীন শারমিন (Daily Amardesh date at 14/02/2014)
এনডিটিভি, এএফপি, রয়টার্স ও বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, মারপিট ও মরিচের গুঁড়ো নিক্ষেপের ফলে লোকসভার অনেক সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দফায় দফায় গোলমাল ও সভা মুলতবির পর শেষ পর্যন্ত স্পিকার মীরা কুমার কংগ্রেস, তেলুগু দেশম এবং ওয়াই এস আর কংগ্রেসের মোট ১৮ জন সংসদ সদস্যকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন।
সংসদ বিষয়ক মন্ত্রী কামাল নাথ বলেন, ‘এমপিরা কক্ষের ভেতরে গ্যাস ব্যবহার করার চেষ্টার করেছে।.....তবে গ্যাসের ব্যবহার আমি দেখিনি। এমপিরা ছোরা, চাকু, গ্যাস অন্যান্য অস্ত্র ব্যবহার করেছিল বলে আমাকে জানানো হয়েছে।’
গতকাল লোকসভার এই নজিরবিহীন কাণ্ডকীর্তি দেখলেন ভারত সফররত স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
বিষয়: বিবিধ
১০৮৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন