তথ্যপ্রযুক্তি ব্যবহারে আল্লামা শফীর গুরুত্বারোপ
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ১৯ জানুয়ারি, ২০১৪, ০৫:১০:৪৬ সকাল
আধুনিক প্রযুক্তি ও প্রচার মাধ্যমের সর্বোচ্চ ব্যবহার এবং এর সুবিধা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। গতকাল বিকালে চট্টগ্রামে দারুল উলূম হাটাহাজারী মাদরাসা এবং মাসিক মুঈনুল ইসলাম পত্রিকার নিজস্ব ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
আহমদ শফী বলেন, ‘ইসলাম ও মুসলমানদের দুশমনরা ইন্টারনেট প্রযুক্তির অবাধ তথ্য প্রবাহের অপব্যবহারের মাধ্যমে বিশ্বব্যাপী নানা অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এ ধরনের সমস্যা মোকাবিলায় ওলামা-মাশায়েখ ও ইসলামের প্রচার-প্রসারে জড়িতদের ইন্টারনেট প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের
মোকাবিলার পাশাপাশি ইসলামের শান্তির বাণীত তুলে ধরতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের নায়েবে আমির শামসুল আলম, মহাসচিব জুনায়েদ বাবুনগরী, মাওলানা কবীর আহমদ প্রমুখ।
উদ্বোধন হওয়া দারুল উলূম হাটহাজারী মাদরাসার ওয়েবসাইট ঠিকানা হচ্ছে, http://www.darululoom-hathazari.পড়স এবং প্রতিষ্ঠানের মুখপত্র মাসিক মুঈনুল ইসলামের ওয়েব ঠিকানা- http://www.monthlymueenulislam.com|
বিষয়: বিবিধ
১৩৬৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Very Hard to Believe!!! but at a same time it is fact.Its indicate falsehood(বােতল) are going down and truth(হক) are going to replace that position.
নেহি বুজতে হায়---
নেহি বুজতে হায়---
কিসমে কিতনা হ্যায় দম
জঙ্গ্ মে রাখ্না কদম
মেরে সাথিঁয়া
ভাল সিদান্ত, হুজুরকে মোবারকবাদ।
যাজ্জাকাল্লাহ খায়ের
মন্তব্য করতে লগইন করুন