এ লজ্জা কার?

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ২৬ সেপ্টেম্বর, ২০১৩, ১০:০১:৩৮ সকাল



আজকে সাবেক প্রসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদের একটি বক্তব্য পরলাম পত্রিকায় বক্তব্যটি হল, যুদ্ধাপরাধ বিচারের মামলায় কাদের মোল্লার রায়ের ব্যাপারে ইঙ্গিত করে এরশাদ বলেন, রায়ের পর আইন বদলানো বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। যুদ্ধাপরাধ মামলায় আসামিদের ফাঁসি দিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের কথা হলো, ফাঁসি দিতে হলে এমনিই দিয়ে দেন, আইন নিয়ে নাটক করবেন না।

বক্তব্যটি পড়ে কয়েক দিন আগের একটি ঘটনা মনে পরল; কয়েক দিন পূবে আমি কাদেরর মোল্লার বিচারের রায়ের উপর Human Right Watch এর একটি রিপোট পড়ছিলাম, কাজের সুত্রে আমার সাথে পরিচিত এক অস্ট্রেলিয়ান ভদ্রলোক ( সে একজন মানবতাবাদী কমিও) জিজ্ঞেস করল তুমি কি পরছ, তখন আমি তাকে তা পড়ার জন্য জায়গা করে দিলে, সে এক নিমিষে তা পড়ে শেষ করে ফেললো।তার পর সে আমাকে যে প্রশ্ন গুল করলো তার জন্য আমি মটেও প্রস্তুত ছিলাম না। সে আমাকে প্রশ্ন করছিল, “ তোমাদের দেশে কি গনতন্ত আছে?”, “ তমাদের দেশে কি বাগ স্বাধীনতা আছ?”, তমাদের দেশে কি অন্যায়ের প্রতিবাদ করার কেউ নেই? ইত্যদি ইত্যদি। তখন লজ্জায় আমার মাথা নীচু হয়ে আসে, তার সাথে কোন কথা না বলে, কোন রকমে সেখান থেকে পালিয়ে সে যাত্রা রক্ষা পাই। পরে আমি এ ভেবে নিজেকে সান্তনা দিতে চেষ্টা করেছি যে, এ লজ্জা শুধু আমার একার না বরং এ লজ্জা হল প্রতিটি বাংলাদেশীর, সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন। উল্লেখ্য Human Right Watch এর রিপোটটির মূল বক্তব্য ছিল, “হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি : কাদের মোল্লার রায়ে ন্যায়বিচারের মানদণ্ড লঙ্ঘিত হয়েছে : সংশোধিত আইনের ভূতাপেক্ষ প্রয়োগ ‘বর্বর অনুশীলন”

বিষয়: বিবিধ

১১৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File