নবী করিম (সাঃ) এর কিছু মুল্যবান উপদেশ

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ১৪ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:০০:৪৮ রাত



খালেদ বিন ওয়ালিদ হতে বনিত, জনৈক বেদুইন নবী করিম (সাঃ) কাছে এসে বলল, “হে আল্লাহ্‌র রসুল আমি আপনাকে এই দুনিয়া এবং আখেরাত সম্পকে কতিপয় প্রশ্ন করতে চাই। তখন আল্লাহ্‌র রসুল (সাঃ) বললেন, যা তোমার ইচ্ছা জিজ্ঞাসা করতে পার।

প্রশ্নঃ আমি লোকদের মাঝে সবচাইতে জ্ঞানী ব্যাক্তি হতে চাই?

উত্তরঃ আল্লাহকে ভয় কর তবে তুমি লোকদের মাঝে সবচাইতে জ্ঞানী ব্যাক্তি হতে পারবে।

প্রশ্নঃ আমি এই দুনিয়াতে সবচাইতে ধনী ব্যাক্তি হতে চাই?

উত্তরঃ তোমার যা আছে তা নিয়ে সুখী/সন্তুষ্ট হও তবে তুমি এই দুনিয়াতে সবচাইতে ধনী ব্যাক্তি হতে পারবে।

প্রশ্নঃ আমি সবচাইতে ন্যায় পরায়ণ ব্যাক্তি হতে চাই?

উত্তরঃ নিজের জন্য যা পছন্দ কর তা অন্য সকলের জন্য কর তবে তুমি সবচাইতে ন্যায় পরায়ণ ব্যাক্তি হতে পারবে।

প্রশ্নঃ আমি লোকদের মাঝে সবচাইতে ভাল ব্যাক্তি হতে চাই?

উত্তরঃ সকলের জন্য ভাল কর তবে তবে তুমি লোকদের মাঝে সবচাইতে ভাল ব্যাক্তি হতে পারবে।

প্রশ্নঃ আমি আল্লাহ্‌র সবচাইতে বেশী অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের একজন হতে চাই?

উত্তরঃ সব সময় আল্লাহ্‌র প্রশংসায় নিজেকে নিয়োজিত রাখ তবে তুমি আল্লাহ্‌র সবচাইতে বেশী অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের একজন হতে পারবে।

প্রশ্নঃ আমি আমার ঈমানের পূর্ণতা চাই?

উত্তরঃ যদি তোমার আচার-ব্যাবহার সবচাইতে উত্তম হয় তবে তোমার ঈমান পূর্ণ ।

প্রশ্নঃ আমি যারা ভাল কাজ করে তাদের একজন হতে চাই?

উত্তরঃ আল্লাহকে এমন ভাবে মানো যেন তুমি তাকে দেখছ, যদি তুমি তাকে না দেখ, তবে নিশ্চিত ভাবে মানো আল্লাহ্‌ তোমাকে দেখছে। এভাবে তুমি তদের একজন হতে পারবে যারা ভাল কাজ করে।

প্রশ্নঃ আমি আল্লাহ্‌র অনুগত বান্দাদের একজন হতে চাই?

উত্তরঃ আল্লাহ্‌র নিদেশকে মান্য কর, তবে তুমি আল্লাহ্‌র অনুগত বান্দাদের একজন হতে পারবে।

প্রশ্নঃ আমি সকল প্রকারের পাপ(জুলুম) থেকে মুক্ত থাকতে চাই।

উত্তরঃ সকল প্রকারের ফাহেসা কাজ থেকে দূরে থাক, তবে তুমি সকল প্রকারের পাপ(জুলুম) থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে।

প্রশ্নঃ আমি শেষ বিচারের দিনে আলো নিয়ে উত্থিত হতে চাই?

উত্তরঃ অন্যের প্রতি জুলুম করো না, এমনকি নিজের প্রতিও তবে তুমি শেষ বিচারের দিনে আলো নিয়ে উত্থিত হতে পারবে।

[b][b]প্রশ্নঃ[/b][/b] আমি চাই আল্লাহ্‌র দয়া আমার উপর নাজীল হোক?

উত্তরঃ যদি তুমি নিজের প্রতি দয়া কর এবং অন্যদের প্রতিও, তবে আল্লাহ্‌ কিয়ামতের দিন তোমার প্রতি দয়া করবেন।

প্রশ্নঃ আমি চাই আমার পাপের(জুলুম) সংখ্যা যেন অল্প কয়েকটি হয়?

উত্তরঃ যদি তুমি সদা-সবদা আল্লাহ্‌র কাছে ক্ষমা প্রথনা কর, যতটা তোমার পক্ষে সম্ভব, তবে তোমার পাপের সংখ্যা হবে অল্প কয়েকটি।

প্রশ্নঃ আমি সবচাইতে সস্মানিত ব্যাক্তি হতে চাই?

উত্তরঃ যদি তুমি আল্লাহ্‌র সৃষ্ট জীবের প্রতি কোন অভিযোগ না আন তবে তুমি সবচাইতে সস্মানিত ব্যাক্তি হতে পারবে।

প্রশ্নঃ আমি লোকদের মাঝে সবচাইতে শক্তিশালী ব্যাক্তি হতে চাই?

উত্তরঃ যদি তুমি আল্লাহ্‌র উপর বিশ্বাস/ভরসা রাখ তবে তুমি লোকদের মাঝে সবচাইতে শক্তিশালী ব্যাক্তি হতে পাড়বে।

প্রশ্নঃ আমি চাই আমার সুযোগ-সুভিধা গুল বৃদ্ধি পাউক?

উত্তরঃ যদি তুমি নিজেকে পবিত্র রাখ, আল্লাহ্‌ তোমার সুযোগ-সুভিধা গুল বৃদ্ধি করে দেবেন।

প্রশ্নঃ আমি চাই আল্লাহ্‌ ও তার রাসুল আমাকে ভালবাসুক?

উত্তরঃ যদি তুমি আল্লাহ্‌র ও তার রাসুল যা ভালবাসে তা ভালবাস, তবে তুমি তাদের মধ্যে একজন গণ্য হবে যাকে আল্লাহ্‌র ও তার রাসুল ভালবাসে।

প্রশ্নঃ শেষ বিচারের দিন আমি আল্লাহ্‌র ক্রোধ থেকে নিরাপদ থাকতে চাই?

উত্তরঃ যদি তুমি তোমার ক্রোধকে দমন করতে পার, আল্লাহ্‌র সৃষ্ট জীবের উপর(অথাৎ আল্লাহ্‌র সৃষ্ট জীব তোমার ক্রোধ থেকে নিরাপদ থাকে) তবে শেষ বিচারের দিন তুমি আল্লাহ্‌র ক্রোধ থেকে নিরাপদ থাকবে।

প্রশ্নঃ আমি চাই আমার সালাতের যেন জবাব দেওয়া (কবুল করা) হয়।

উত্তরঃ যদি তুমি হারাম কাজ থেকে নিজেকে বাচিয়ে রাখ, তবে তোমার সালাতের জবাব দেওয়া (কবুল করা) হবে।

প্রশ্নঃ আমি চাই শেষ বিচারের দিন আল্লাহ্‌ যেন আমাকে অপমানিত, অপদস্ত না করে?

উত্তরঃ যদি তুমি তোমার গোপন অঙ্গ হেফাজত কর তবে শেষ বিচারের দিন আল্লাহ্‌ তোমাকে অপমানিত, অপদস্ত করবে না।

প্রশ্নঃ আমি চাই শেষ বিচারের দিন আল্লাহ্‌ যেন আমায় (দোষ- ত্রুটি গুল) ঢেকে রাখে?

উত্তরঃ অন্য লোকদের দোষ- ত্রুটি গুল প্রকাশ করো না এবং আল্লাহ্‌ শেষ বিচারের দিন তোমায় (দোষ- ত্রুটি গুল) ঢেকে রাখেবে।

প্রশ্নঃ কি বিষয় আমাকে পাপ (জুলুম) থেকে রক্ষা করবে?

উত্তরঃ কান্না, অপমান-অপদস্ততা, অসুস্থতা।

প্রশ্নঃ আল্লাহ্‌র চোখে সবচাইতে ভাল কাজ কি?

উত্তরঃ নম্রতা- ভদ্রতা, নিঃঅহংকার এবং ধৈয্য।

প্রশ্নঃ আল্লাহ্‌র চোখে সবচাইতে খারাপ কাজ কী?

উত্তরঃ বদমেজাজ এবং কৃপণতা।

প্রশ্নঃ কি বিষয় আল্লাহ্‌র ক্রোধকে প্রসমিত করে, এই দুনিয়া এবং আখেরাতে?

উত্তরঃ গোপন দান এবং আত্নীয় – স্বজনদের প্রতি দয়া।

প্রশ্নঃ শেষ বিচারের দিন কি বিষয় দোযকের আগুনকে নিভিয়ে দিবে?

উত্তরঃ বিপদ-আপদ, বালা-মুসিবদে ধৈয্য ধারন।

Related by Imam Ibn Hambal. This Hadith is translated from English to Bangla. I seek Allah’s forgiveness for any unintentional mistake.

বিষয়: বিবিধ

১৭৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File