দুনিয়া(Physical World) এবং আখেরাত(Meta Physical World) পব-১
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ২৭ আগস্ট, ২০১৩, ১২:৩৪:২৯ দুপুর
Warning! Warning! এই Post এর বিষয় বস্তু অত্যন্ত জটিল বিধায় অমি আমার ব্লগার ভাইদের অনুরোধ করবো, বেশী বেশী প্রশ্ন/Comments করবেন। এতে অমি আমার লেখায় যদি কোন অনিচ্ছাকৃত ভুল থেকে থাকে তা শুধরাতে পারবো। কিংবা এ বিষয়ে কারো কনো ভুল ধারনা(Misconception) থাকলে তা ব্যাখা করে তাকে বুঝাতে চেষ্টা করবো। তবে বিশেষ অনুরোধ এই যে, দয়া করে প্রশ্ন/Comments আমারর post এর বিষয় বস্তু সাথে সম্পক য়ুক্ত যেন হয়, এই বিষয়টির দিকে দয়া করে লক্ষ্য রাখবেন।
দুনিয়া(Physical World): সাধারন ভাবে
দুনিয়া(Physical World) বলতে আমরা এই মহাবিশ্বকে বুঝে থাকি অথাৎ চন্দ্র- সূর্য, গ্রহ, তারা, আমাদের পৃথিবী ইতাদ্যির সমাহারে যে মহাবিশ্ব তাকে বুঝে থাকি। এই দুনিয়া(Physical World) এর একটি অন্যতম বৈশিস্ট্য হল, এর মধ্যস্ত সকল বিষয়ই কতকগুল সুশৃখল নিয়মের অধীন অথাৎ আমাদের এই দুনিয়া(Physical World) হইল Physical Law এর অধীন এবং এই Physical Law গুলকে আমরা পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ দ্বারা জানতে পাড়ি, বুঝতে পাড়ি এবং ব্যাখা করতে পারি। উদাহরণ স্বরূপ যেমন, একটি আপেল বা আম গাছ থেকে কেন নীচে পরে, উপরের দিকে না যেয়ে, আজ তা আমরা, জানি ও ব্যাখ্যা করতে পারি, Physical Law এর সাহায্যে । এই ভাবে আরও অনেক ঘটনাকে- ই কেই আমরা এখন ব্যাখ্যা করতে পারি Physical Law এর সাহায্য নিয়ে। আর যে Physical Law গুল এখনও আমরা জানি না, সে গুল আবিশ্যিক ভাবেই দূর ভবিৎসতে আমরা জনতে পারবো এবং ব্যাখ্যা করতে পরবো, ইনসাআল্লাহ। এই Physical Law গুলর একটি অন্যতম বৈশিস্ট্য হল আদশ অবস্তায় তারা কখনও পরিবতিত হয় না অথাৎ এই মহাবিশ্ব সৃস্টির শুরু থেকে আজ পযন্ত একই ভাবে কাজ করছে, তাদের কাজে কোন ফাকি-ঝুঁকি নাই বরং অবিরত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আপাত দৃস্টিতে মনে হতে পারে কেউ যেন তাদেরকে নিদেশ দিয়ে দিয়েছে, আর তার ভয়ে বা তাকে ভালবেসে সুন্দরভাবে সুচারুপে নিভুলভাবে তারা তাদের কাজ করে যাচ্ছে!!
এই দুনিয়া(Physical World) একেবারে আমাদের চখের সস্মুখে বিদ্যামান, এর সাথেই আমাদের প্রতিদিনের কাজ-কারবার, জীবন-মৃত্যু এবং বসবাস। সুতরাং দুনিয়া(Physical World) প্রতি বিশ্বাস আনার কোন প্রশ্নই উঠেনা এবং আবশ্যিক ভাবে এটা ঈমানের কোন অংশও নয়। This is not fiction rather this is fact, this is reality and nobody can deny this reality.
আখেরাত(Meta Physical Wordl): আখেরাত(Meta Physical Wordl) সম্পুনভাবে ভিন্ন এক জগত। এই জগতের সাথে দুনিয়ার(Physical World) কোন তুলনাই হতে পারে না। কেননা এই আখেরাতে(Meta Physical World) কোন Physical Law কাজ করে না। তাই এই জগত(আখেরাত) সম্বন্ধে আমরা একেবারেই অন্ধকারে। আবার যেহেতু এই জগতে(আখেরাত) কোন Physica Law কাজ করে না, তাই এই জগত(আখেরাত) সম্পকে ভবিৎসতে জানার পথও বদ্ধ, কেননা আমরা এই দুনিয়ার যা কিছু জানি ও বুঝি তার সবেই Physical Law এর সাহায্যে। কিন্তু কুরআন আমাদেরকে দুনিয়া(Physical World) এবং আখেরাত(Meta Physical World) উভয় জগত সম্পকেই তথ্য দেয়। কিন্তু এই তথ্যগুল বিশেষভাবে আখেরাত সম্পকিত তথ্য গুল, বুঝতে পারা একেবারে-ই সহজ কাজ নয়। কেননা যে জগত সম্পকে আমাদের কোন জ্ঞান নেই, যে জগতের ব্যাপারে আমরা আকেবারে-ই অন্ধকারে, যে জগত(আখেরাত) সম্পকে ভবিৎসতে জানার পথও বদ্ধ, সে জগত(আখেরাত) সম্পকিত তথ্য গুল বুঝ বা ব্যাখ্যা করা যে মটেও সহজ কাজ নয়, আমার মনে হয় তা বুঝতে কারো আসুভিদা হওয়ার কথা নয়। আর এ জন্য আখেরাত(Meta Physical World) এর উপর বিশ্বাস করা ঈমানের একটি গুরুত্বপুন অংশ। কোন ব্যাক্তই নিজেকে মুসলমান বলে দাবী করতে পারবে না যতক্ষণ না সে আখেরাত(Meta Physical World) এর উপর বিশ্বাস না করে।
চলবে
বিষয়: বিবিধ
১৫৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন