আক্কেল আলী ও খেজুর আলী(রম্য রচনা)- বিষয় ডা জাকির নায়েক

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ২৪ আগস্ট, ২০১৩, ০৭:৩০:৪২ সকাল

সংবিধিবদ্ধ সতরকরন এই রম্য রচনার চরিত্রগুল কাল্পনিক, তাই কারো সাথে মিলের কোন প্রশ্নই উথে না

আক্কেল আলী ও খেজুর আলী নামের সংক্ষিপ্ত ইতিহাস

খেজুর আলীর আব্বা কোন এক হুজুরের অন্ধ ভক্ত ছিল, তাই সে তার ছেলের নাম হুজুরের নামের সাথে মিল রেখে রেখেছে খেজুর আলী। মজার ব্যাপার হচ্ছে আমাদের এই খেজুর আলীও হুজুরের অন্ধ ভক্ত এবং তার চলাফেরা, কথাবর্তা সবই হুজুরের পরামস মোতাবেক ঘটে। অপর দিকে আক্কেল আলীর মা এক রোখা,যুক্তিহীন কিন্তু ভীষণ ভাবে স্বাধীনচেতা মহিলা। একটা নমুনা দিলাম ব্যাপারটা বুঝার জন্য। কোন এক হলিউডি মুভিতে সে দিখল যে ঐ মুভির নায়িকা বিকিনি পরে হাটছে, অমনেই পরের দিন থেকে সে বিকিনি পরে বাড়ির পাশের রাস্তা দিয়া হাটা শুরু করে দিল। তার যুক্তি হল যদি অত উন্নত দেশর নায়িকারা বিকিনি পরে হাটতে পারে, আমি কেন পারবো না এবং সবাইকে সে, তার স্বাধীনতায় বাধা না দেওয়ার জন্য সতর্ক করে দিল। অনেকেই তাকে বিভিন্ন ভাবে বুঝাতে চেষ্টা করল কিন্তু ফলাফল শূন্য । তার কথা একটাই বুঝছিতো বুঝছি, এইটাই ঠিক। বক বক বেশী হয়ে গেল, যাইহোক, দেশ স্বাধীন হওয়ার দিন আক্কেল আলীর জন্ম হওয়ায়, জন্মের আগেই ছেলের বুদ্ধির পরিচয় পেয়ে, তার মা খুশিতে একে বারে আটখানা, তাই তার নাম রাখছে আক্কেল আলী। এ ব্যাপারে তার যুক্তি হল, তার মেয়ে, মমোতাজতো বুদ্ধি করে স্বাধীন দেশে জন্ম নেয় নাই, কিন্তু তাদের আক্কেল বুদ্ধি করে স্বাধীনতার দিন জন্ম নিল। শুধু কি তাই, যদি বিকুবের মত এক দিন আগেও জন্ম নিত তবেতো তাদের আদরের আক্কেল, হইত এক জন পরাধিন দেশের নাগরিক। আক্কেল আলীর আব্বা আক্কেল আলীর মার এই কিছিমের (রকমের) অকাট্য যুক্তি দেখে বলল, মমোতাজের মা তুমি এত সুন্দর ভাবে মিলাইলা কেমবাই(কেমনে)। মমোতাজের মার ঝপট উত্তর, “মমোতাজের বাপ মিল্লা গেছে খাপের খাপ !!”

চলবে----

আক্কেল আলীর আব্বা আক্কেল আলীর মার এই কিছিমের (রকমের) অকাট্য যুক্তি দেখে বলল, মমোতাজের মা তুমি এত সুন্দর ভাবে মিলাইলা কেমবাই(কেমনে)। মমোতাজের মার ঝপট উত্তর, “মমোতাজের বাপ মিল্লা গেছে খাপের খাপ !!”

বিষয়: সাহিত্য

১৪৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File