আল্লাহর অস্তিতে বিশ্বাস এবং আমাদের অর্জিত জ্ঞান/ যুক্তি –পর্ব ১
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ২৯ জুন, ২০১৩, ০৯:০০:১৪ রাত
আল্লাতে বিশ্বাস কোন ILLOGICAL বিষয় নয় বরং LOGICAL । অমুসলিমরাও আল্লাতে বিশ্বাস রাখে। উদাহরণস্বরূপ গ্রীস দার্শনিক প্লেটো এবং এরিস্টটল আল্লাহ(God)-এ বিশ্বাস রাখতেন। তারা তাদের বিশ্বাস এর স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে বলেন “Design that there must be a designer”. অর্থাৎ আপনি যতই কল্পনা করুন না কেন আপনার হাতের কাছের TV অথবা Computer টি যেমন হঠাৎ কোন উদ্দেশ্য ছারা এবং ডিজাইনার ছারা আপনার কাছে আসে নাই তেমনি ভাবে এই দুনিয়া (Physical world) এবং এই দুনিয়া মধ্যস্ত সব কিছু হঠাৎ কোন উদ্দেশ ছারা এবং কোন ডিজাইনার ছারা আপনার কাছে আসে নাই।
কিন্তু Meta physical World (আখেরাত) সম্পর্কে আমাদের কোন জ্ঞান নেই কারন হল এই দ্বূনিয়ার নীতির (Physical Law ) সাথে Meta physical World (আখেরাত) এর নীতির কোন মিল নাই। যাই হউক বিষয়টি অত্যন্ত জটিল বিধায় আজকে এর বিশদ বর্নায় যাবো না। তবে বিষয়টি (আল্লাতে বিশ্বাস) বুঝার জন্য এটা অত্যন্ত গুরুতপূন্য যে কি ভাবে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, তা জানা । এই মহাবিশ্ব সৃষ্টি সংক্রানতো ব্যাখা যে সুত্রের সাহ্যাযে বুঝা যায় তার নাম Big Bang Theory, এই সূত্র অনুসারে, আমাদের এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, কোন “কিছু ছাড়া”। কিন্তু যেহেতু “কোন কিছু ছাড়া” কথাটি আমাদের কাছে কোন অর্থ বহন করে না, তাই মহাকাশ বিজ্ঞানীরা বিষয়টিকে বর্ণনা করেছন এভাবে “ এই মহাবিশ্ব সৃষ্টি হয়ে ছিল, একটি ছোট বিন্দুতে (যার আয়তন ছিল শূন্য এবং ভর ছিল অসীম ঘনত্ব সস্পন্ন) প্রচণ্ড বিস্ফরনের মধ্যদিয়ে।“
সুতরাং আমরা দেখছি যে, আমাদের এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, কোন কিছু ছাড়া” Big Bang Theory, অনুসারে। তার একটাই অর্থ দারায় কেউ এক জন আমাদের এই মহাবিশ্ব সৃষ্টি করেছন, “কোন কিছু ছাড়া” । অর্থাৎ আল্লাহ () –ই এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন এর স্বপক্ষে জড়াল প্রমান দেয় Big Bang Theory । অন্য দিকে Big Bang Theory, নাস্তিকদের আল্লাহ () সম্পকিত ভুল ধারনা অর্থাৎ “আল্লাহ() বলে কিছু নেই” অবিজ্ঞানিক বলে বাতিল করে দেয়। মহাবিশ্ব সৃষ্টি সম্পকে আল- কুরাআনে আল্লাহ () বলেন (৬ : ১০১)
< তিনি বেহেশত এবং জমিন সৃষ্টি করেছেন “কোন কিছু ছাড়া”> (৬ ঃ ১০১)
(অর্থাৎ আল্লাহ () –ই এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, কোন কিছু ছাড়া এবং Big Bang Theory থেকে কুরাআনে আয়াতের নির্ভুলতা এর স্বপক্ষে জড়াল প্রমান পাউয়া যায়)
I am absolutely sorry for my horrible Bangla writing. Please accept my apology.
বিষয়: বিবিধ
১৪৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন