প্রবাসী বাবার চোখ ঝাপসা হয়ে এলো।

লিখেছেন লিখেছেন মোবারক ২৯ মার্চ, ২০১৬, ১১:৫৮:৪৩ রাত



আমার কন্যা মোবাইল ট্যাবের ভিতর টমের সাথে নিজে নিজে কথা বলতেছিল,আমি তখন তার আম্মুর সাথে কথা বলতেছিলাম,হঠাৎ আমার মেয়ে টম কে জিজ্ঞাসা করলো আমার আব্বু কেমন আছেন বল,টম উত্তর দিচ্ছে না কেন টম কে মারতে মারতে নিজের হাত লাল করে পেলেছে।পরে তার আম্মু তাকে শান্ত করে। একটা ছবি তুলে পাঠিয়েছে আমার জন্য।প্রবাসে এক কন্যার প্রতি পিতার ফোটা অশ্রুকণারর বিপরীতে আর কিইবা আছে দেবার।মা তুমি ভাল থেকো।

বিষয়: বিবিধ

২০২৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364113
৩০ মার্চ ২০১৬ রাত ১২:৩৮
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : দেশে ফেলে আসা সন্তানদের কথা মনে হলে খোব কষ্ট হয়। আল্লাহপাক সকল প্রবাসী বাবার সন্তানদের ভাল রাখুন, আমিন।
364114
৩০ মার্চ ২০১৬ রাত ১২:৪৩
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
364116
৩০ মার্চ ২০১৬ রাত ০১:১৭
বাকপ্রবাস লিখেছেন : অনুভূতিগুলো অন্য রকম
ভূক্তভোগীরাই বোঝে কেমন দহন
364123
৩০ মার্চ ২০১৬ রাত ০৩:৩৮
অবাক মুসাফীর লিখেছেন : Sad
364131
৩০ মার্চ ২০১৬ সকাল ০৫:২৩
শেখের পোলা লিখেছেন : আপনার সন্তানের জন্য শুভেচ্ছা রইল৷
364139
৩০ মার্চ ২০১৬ সকাল ১১:১৩
তবুওআশাবা্দী লিখেছেন : আমি যখন আমেরিকায় এলাম আমার মেয়েটা তখন এক বছরের|আরো এক বছর পর আমার ওয়াইফ আর আমার মেয়ে এলো আমেরিকায়|আমার জীবনের দীর্ঘতম এক বছর|মামনিটার জন্য অনেক আদর রইলো|
364141
৩০ মার্চ ২০১৬ সকাল ১১:২৭
আবু জান্নাত লিখেছেন : সত্যিই ফ্যামেলি ছাড়া লাইফ বন্দি জীবনের মতো।
364146
৩০ মার্চ ২০১৬ দুপুর ১২:০৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : বিশ্বাস কর মাগো
থাকতে চাইনা একা
তবু মাগো থাকতে হয়
পকেটে নেই টাকা।

তুমি মাগো দুঃখের দিনের
মিষ্টি মুখের হাসি
তোমার হাসি দেখলে মাগো
হৃদয়ে বাজে বাঁশি।

তুমি মাগো আমার ঘরের
একটি গোলাপ ফুল
এই প্রবাসে তোমায় ভেবে
হই যে ব্যাকুল।

মাগো আমি আসব যখন
আনবো চুলের ফিতা
সাজিয়ে দিবো আব্বুর হাতে
হাসবে তখন মিতা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File