রিয়েল লাইফ জোকস

লিখেছেন লিখেছেন মোবারক ১৩ নভেম্বর, ২০১৫, ১২:০০:৫৪ রাত

জোকস বলা ঠিক হবে কিনা জানিনা,তবে কথাটা যখনে আমার মনে পড়ে হাসি পায় মনে মনে,যার কথা বলবো সে আমার ক্লাসমেট এবং একেই গ্রামের বাসিন্দা।

তো সেদিন আমি আমার বন্ধু কে কল করলাম কিরে বন্ধু শুনতে পেলাম তোর জন্য নাকি আমার শ্বশুর বাড়িতে মেয়ে দেখতেছে। Good Luck

বন্ধু- সত্য হ

আমিঃ বন্ধু ওই মেয়ে কিন্তু অনেক পড়াশুনা করেছে,একটা বিষয়ে মাস্টার্স করতেছে এখন।

বন্ধুঃ আমিও কি কম করছি নাকি,শিক্ষা লাইফে যত শিক্ষা আছে সব শেষ করছি।

আমিঃ আচ্ছা ঠিক আছে বিয়েটা হলে ভালো,লাইন কেটে দিলাম।

আমার ক্লাসমেট বন্ধু কথাগুলি বলার সময় হয়তো ভূলে গিয়েছিলো আমার বাড়ি তার বাড়ি একেই গ্রামে।

এখন যখনে আমার বন্ধুর কথা মনে পড়ে মনে মনে আমি অনেক হাসি। Oh go On Oh go On

বিষয়: বিবিধ

১৫৭৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349538
১৩ নভেম্বর ২০১৫ রাত ১২:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কে কাকে বললেন বুঝলাম না!!
১৩ নভেম্বর ২০১৫ রাত ১২:২০
290128
মোবারক লিখেছেন : আমি বন্ধু কে কল দিয়ে বলেছি।
349563
১৩ নভেম্বর ২০১৫ রাত ০৪:১৪
কাহাফ লিখেছেন : এমন হয় কখনও কখনও!
নিজেকে জাহির করতে ভূলে যায় স্বীয় অবস্হান!
১৩ নভেম্বর ২০১৫ সকাল ০৬:৫১
290136
মোবারক লিখেছেন : আমার শালী বিয়ে করবে,আমার শ্বশুর বাড়িতে বলে এসছে তার ঘটক সে নাকি ইঞ্জিনিয়ারি পাস করছে বুয়ে ট থেকে।Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File