আমার ঢাকা সফরে'র দুই দিন

লিখেছেন লিখেছেন মোবারক ৩১ আগস্ট, ২০১৫, ১২:৩৭:০৫ দুপুর

বাসে'র সামনে'র সিটে বসার কারণে রাস্তার দুই পাশের দৃশ্য গুলি খুব ভালো ভাবে নজরে আসছিল।কুমিল্লা থেকে মেঘনা ব্রিজ পর্যন্ত যে জিনিসটি আমার নজর কেড়েছে তা হল হিজাব পরা স্কুল ছাত্রীদের । হিজাব পরা পবিত্র মুখগুলো সত্যি চমৎকার।

প্রবাসে থাকা কালীন নিয়মিত টকশো দেখা হতো। একদিন এক টকশোতে আলোচককে হিজাব এবং বোরকা বিরোধী কথা বলতে দেখেছি। বিভিন্ন রাজনৈতিক নেতাদের ও ছিল হিজাব ও বোরকা বিরোধী মন্তব্য ও প্রচারণা।

তাদের এত অপপ্রচারেও গ্রামাঞ্চলে এর খুব একটা প্রভাব পড়েনি। তবে তাদের প্রচারণা যে একেবারে কাজে আসেনি তা কিন্তু নয়। শহরাঞ্চলে বিশেষ করে যাত্রাবাড়ির পরের দৃশ্য গুলি ছিল ভিন্ন। তবে ঢাকার একটি হসপিটালে কিছুটা ভিন্ন চিত্র লক্ষ্য করলাম। আর সংখ্যায় তা নগন্যই বলা যায়।

বিষয়: বিবিধ

১৩৪১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338806
৩১ আগস্ট ২০১৫ দুপুর ০১:০৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

যথার্থ বলেছেন, সহমত

অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
338824
৩১ আগস্ট ২০১৫ দুপুর ০২:৫৬
হতভাগা লিখেছেন : আবার ঢাকায় আসলে যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা শপিং মল ঘুরে যাবেন কিন্তু
338858
৩১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঠিক কথা বলেছেন ভাই। তবে এখন ওরা আইনত হিজাব নিষিদ্ধ করার চেষ্টায় আছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File