রাজনের হত্যাকারী কামরুল সৌদিতে আটক
লিখেছেন লিখেছেন মোবারক ১৪ জুলাই, ২০১৫, ০১:১৭:০৭ রাত
এই সেই নরপশু কামরুল।
জেদ্দাঃ সিলেটের শিশু সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের মূল হোতা কামরুল ইসলামকে সৌদি আরবে আটক করে পুলিশে দিয়েছে প্রবাসী বাংলাদেশিরা।
সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ সময় রাত আটটার দিকে জেদ্দার জামেয়া এলাকা থেকে তাকে আটক করে সৌদি পুলিশের হাতে সোপর্দ করা হয়।
বিষয়: বিবিধ
১৩০৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রকৃত পক্ষে ইসলাম ধর্মই সব নিষ্ঠুরতার মূল। প্রকাশ্যে পাথর নিক্ষেপ, কল্লা কাটা, হাত কাটা, চাবুক/দোররা, চোখের বদলে চোখ..... এ সবই বর্বর আল্লার চালু করা বিদান।
সামান্য চুরি করার অপরাধে প্রকাশ্যে হাত কেটে দেয়ার বিধান ইসলাম দিয়েছে। তো?
বাংলাদেশে এলে তো আইনের ফাঁক ফোঁকড় গলিয়ে সহজে বের হয়ে আসবে !
মন্তব্য করতে লগইন করুন