রাজনের হত্যাকারী কামরুল সৌদিতে আটক

লিখেছেন লিখেছেন মোবারক ১৪ জুলাই, ২০১৫, ০১:১৭:০৭ রাত

এই সেই নরপশু কামরুল।

জেদ্দাঃ সিলেটের শিশু সামিউল ‍আলম রাজন হত্যাকাণ্ডের মূল হোতা কামরুল ইসলামকে সৌদি আরবে আটক করে পুলিশে দিয়েছে প্রবাসী বাংলাদেশিরা।

সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ সময় রাত আটটার দিকে জেদ্দার জামেয়া এলাকা থেকে তাকে আটক করে সৌদি পুলিশের হাতে সোপর্দ করা হয়।

বিষয়: বিবিধ

১৩০৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329850
১৪ জুলাই ২০১৫ রাত ০১:৩১
মাটিরলাঠি লিখেছেন : নরপশুই।
329851
১৪ জুলাই ২০১৫ রাত ০২:০২
বৃত্তের বাইরে লিখেছেন : সৌদি প্রবাসী ভাইদের ধন্যবাদ। এই অমানবিক ঘটনার সাথে দায়ী প্রত্যেক নরপশুকে আইনের আওতায় এনে ফাসিতে ঝুলানো হোক এবং অসহায় শিশুটির পরিবারটির নিরাপত্তা বিধান করা হোক । আল্লাহ রাব্বুল আলামীন তাদের এই শোক কাটিয়ে উঠার তৌফিক দিন।
১৪ জুলাই ২০১৫ রাত ০২:২৩
272095
অপি বাইদান লিখেছেন : আল্লাহ রাব্বুল আলামীন তাদের এই শোক কাটিয়ে উঠার তৌফিক দিন।

প্রকৃত পক্ষে ইসলাম ধর্মই সব নিষ্ঠুরতার মূল। প্রকাশ্যে পাথর নিক্ষেপ, কল্লা কাটা, হাত কাটা, চাবুক/দোররা, চোখের বদলে চোখ..... এ সবই বর্বর আল্লার চালু করা বিদান।

সামান্য চুরি করার অপরাধে প্রকাশ্যে হাত কেটে দেয়ার বিধান ইসলাম দিয়েছে। তো?
329856
১৪ জুলাই ২০১৫ রাত ০২:০৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এ ধরনের আরো অনেক খুনী দেশে দেশে পালিয়ে আছে। তাদেরও এভাবে ধরার চেষ্টা করতে হবে.. ধন্যবাদ
১৪ জুলাই ২০১৫ রাত ০২:১৭
272092
অপি বাইদান লিখেছেন : প্রকৃত পক্ষে ইসলাম ধর্মই সব নিষ্ঠুরতার মূল। সামান্য চুরি করার অপরাধে প্রকাশ্যে হাত কেটে দেয়ার বিধান ইসলাম দিয়েছে। তাই, জন্মগতভাবে মুমিন মুসলিমরা ভিষন বর্বর একটি সম্প্রদায়।


১৪ জুলাই ২০১৫ রাত ০২:৩৭
272096
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : নাস্তিকতাই এই হত্যাকাণ্ডের জন্য একমাত্র দায়ী..কারণ অন্যায় হত্যার বিচার যে পরকালে দিতে হবে-এই বিশ্বাস থাকলে এই জঘন্য ঘটনা ঘটতো না..
329863
১৪ জুলাই ২০১৫ রাত ০২:১৭
অপি বাইদান লিখেছেন : প্রকৃত পক্ষে ইসলাম ধর্মই সব নিষ্ঠুরতার মূল। সামান্য চুরি করার অপরাধে প্রকাশ্যে হাত কেটে দেয়ার বিধান ইসলাম দিয়েছে। তাই, জন্মগতভাবে মুমিন মুসলিমরা ভিষন বর্বর একটি সম্প্রদায়।


329920
১৪ জুলাই ২০১৫ দুপুর ১২:০৫
হতভাগা লিখেছেন : একে কি সৌদি আইনে বিচারে ফেলা যায় না ?

বাংলাদেশে এলে তো আইনের ফাঁক ফোঁকড় গলিয়ে সহজে বের হয়ে আসবে !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File