ছড়াকার:সুমাইয়া বরকতউল্লাহ্ আপু' আমার মেয়ে কে নিয়ে একটি সুন্দর ছড়া লিখেছে।

লিখেছেন লিখেছেন মোবারক ১২ মে, ২০১৫, ১২:৪২:৪২ রাত

অনেক অনেক অনেক ধন্যবাদ আপু,আমি সবার জন্য আমার ব্লগ এ দিলাম।

আব্বু আমার ছবি দেখে, কী আর হবে

টেলিফোনে বলতে যদি, আসবে কবে

একটি হাসির ছবি আজ, পাঠিয়ে দিতাম

হাসিমুখে তোমার আদর, ছিনিয়ে নিতাম।

কষ্টগুলো পষ্ট করে, যায় না বলা

কেমন করে বলব আমি, শুকায় গলা

আব্বু আব্বু ডাকতে আমার, ভালো লাগে

একটি নজর দেখতে আমার, স্বপ্ন জাগে।

এই দেখো না মনটা আমার, খারাপ কত

তোমার কথা ভাবি আমি অবিরত

বলতে হবে সত্য করে আসবে বাড়ি

নইলে আমি তোমার সাথে দিলাম আঁড়ি।

বিষয়: বিবিধ

১৮১৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319525
১২ মে ২০১৫ সকাল ০৯:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অসাধারন!
এই উপস্থিত ছড়াকার কেন ব্লগে অনুপস্তিত!
১২ মে ২০১৫ দুপুর ০১:২৭
260668
মোবারক লিখেছেন : ধন্যবাদ ভাই। ব্লগে কি কারণে অনুপস্থিত জানা নেই।ফেইসবুক এ পাওয়া যায়।
319546
১২ মে ২০১৫ দুপুর ০১:১১
আহসান সাদী লিখেছেন : এতো চমৎকার একটা ছড়া আর মাত্র কয়েকবার পড়া হলো! মন্তব্যও মোটে একটি! এতো চমৎকার ছড়া অনেকদিন দেখি না। এই সুমাইয়া বরকতুল্লাহ আপু সম্ভবত সোনার বাংলাদেশ ব্লগে ছিলেন।

ধন্যবাদ মোবারক ভাই, ছড়াটা শেয়ার করার জন্যে। এই ছড়াকার নিশ্চয় আপনার পরিচিত, উনি কি এই ব্লগে আছেন? থাকলে লিংকটা দিলে উপকৃত হবো।
১২ মে ২০১৫ দুপুর ০১:৩১
260670
মোবারক লিখেছেন : এই সুমাইয়া বরকতুল্লাহ আপু সম্ভবত সোনার বাংলাদেশ ব্লগে ছিলেন।আমি ও সোনার বাংলা ব্লগ ওনাকে দেখেছি ছড়া পড়তাম। অনি আমার পরিচিত কেও নন। ফেইসবুক এ ওনাকে পাওয়া যাবে।ব্লগে আছে কিনা তাও আমার জানা নেই। সাদী ভাইয়া।ফেইসবুক নেম। Sumaiya Barkatullah
319564
১২ মে ২০১৫ দুপুর ০২:৪২
ছালসাবিল লিখেছেন : মাশাআল্লাহ! দাররররুন ছড়া। আল্লাহ ছড়াকারের মেধাকে আরোও বাড়িয়ে দিন। আমীন।
Day Dreaming Day Dreaming
১২ মে ২০১৫ বিকাল ০৪:৩৩
260687
মোবারক লিখেছেন : আমীন।
329361
০৯ জুলাই ২০১৫ বিকাল ০৪:২৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :

অনেক ধন্যবাদ আপনাকে এবং ছড়াকারকে..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File