কন্যা-কে নিয়ে প্রবাসী বাবা'র ভাবনা

লিখেছেন লিখেছেন মোবারক ০৮ মে, ২০১৫, ১২:৩৯:১৬ রাত



ছবিটা তোলার আগে মেয়ে কে তার আম্মু বলতেছিল,তুমি এখানে দাড়াও তোমার আব্বু তোমাকে দেখবে।মেয়ে বুঝে অথবা না বুঝে এই ভাবে দাঁড়িয়ে ছিল,যেন প্রবাসি'কে বাবা তার অনেক কিছুই বলার আছে,অন্তত মুখে না বলতে পারি ছবি দিয়ে বুঝিয়ে দিবো।

আব্বু তোমার জন্য মন খারাপ করে দাঁড়িয়ে আছি।তুমি কবে আসবে কখন আসবে কত অভিযোগ এ না পড়ে আছে আমার মনের মধ্যে।

ছবিটা যতবার দেখছি ততবার মেয়ে'র মনে জমে থাকা অভিযোগ প্রবাসী বাবার হৃদয় ভাসছে।মেয়ে'র ছবি দেখে প্রবাসী বাবার ভাবনা গুলি সাজিয়ে লেখার চেষ্টা করেছি মাত্র।আমি কোন কবি বা ছড়াকার নয়।যদি কোন কবি বা ছড়াকার আমার ব্লগ এসে পড়েন মন্তব্য টা করে যাবেন।

'দেখছ আব্বু তোমার জন্য মন

খারাপ ছবি দেখে বুঝে নিও'

'বুড়ো আঙ্গুল আঙ্গুল এ দুই আঙ্গুল রেখে

ভাবছি আব্বু তুমি আসবে কবে'

'জ্যাঠাতো ভাই জ্যাঠা'র

বাইক এ উঠে ছড়ে'

'আব্বু তুমি আসলে পরে ছড়বো

আমি তোমার বাইক করে'

'আব্বু তুমি থাকলে পরে

আদর পেতাম অনেকেরই'

'আব্বু আমি আছি ভালো তোমার

জন্য মন'টা নেই ভালো'

'আম্মু যখন বকা'দে আমায়

আমি ডাকি শুধু তোমায়'

বিষয়: বিবিধ

১৫৮২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

318778
০৮ মে ২০১৫ রাত ০২:৪০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : প্রবাসী বাবা মোবারকের ভাবনা....

মা তোমায় দেখবো বলে
কতবার নিরবে ভেবেছি,
তোমার ভবিষ্যৎ ভেবে
দূর প্রবাসে আজও পড়ে আছি!!!

মা তোমার মায়াবী নজর
দিয়েছে আমায় হাজার স্বপ্ন,
তুমি পড়াশোনা করে
করবে আমায় অনন্য।

আমি আসবো ফিরে
আদর দেবো, দেবো সোহাগ,
মা তুমি আমার প্রতি
করোনা আর রাগ।

০৮ মে ২০১৫ রাত ০৪:৩৭
259993
মোবারক লিখেছেন : সুন্দর মন্তব্য জন্য ধন্যবাদ ভাইয়া।
318822
০৮ মে ২০১৫ সকাল ১১:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কিছু বলার মত ভাষা নাই!
০৮ মে ২০১৫ বিকাল ০৫:৩৭
260062
মোবারক লিখেছেন : কেন ভাইজান,কিছু একটা বলেজান।
০৮ মে ২০১৫ বিকাল ০৫:৩৭
260063
মোবারক লিখেছেন : কেন ভাইজান,কিছু একটা বলেজান।
318862
০৮ মে ২০১৫ বিকাল ০৪:১৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : বাবা-মেয়ের আবেগ-ভালবাসা। রক্তের টান সত্যি অসাধারণ।
০৮ মে ২০১৫ বিকাল ০৫:৪০
260064
মোবারক লিখেছেন : আবেগ ধরে রাখতে পারিনি বলে কিছু লেখার চেস্টা করেছি মাত্র। আরও অনেক কথা জমে আছে এই অন্তরে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File