শিক্ষক যখন আওয়ামীলীগ হয়ে যায়
লিখেছেন লিখেছেন মোবারক ১৬ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:৫১:৫০ রাত
[img
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক মেজবাহ কামাল বলেন বিএনপি সন্ত্রাসী দল তাদের বিরুদ্দে ন্ত্রাস বিরোধী আইন ব্যাবহার করতে হবে।
************************************************
ডঃ পিয়াস করিম সহধর্মিণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড আমেনা মোহসীন, ইতিহাসের অধ্যাপক মেজবাহ কামাল কে প্রশ্ন করেছিলেন, আপনার কাছে কি কোন সার্ভে আছে বিএনপি সন্ত্রাসী দল. মেজবাহ কামাল কোন রকম উত্তর দিতে পারেনি অনেকটা চুপ ছিল,৭১ টিভির উপস্থাপিকা মিথিলা তাৎক্ষণিক বিরতিতে চলে যায়।
বেশী কিছু লেখার ছিল কিন্তু পরের কাজ করি....।।
বিষয়: বিবিধ
৯৬২ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আজকাল মানুষ হিংস্রতার চরমে পৌছে তখন আওয়ামী হয়।
সুখের বিষয় এদের সংখ্যা খুব নগণ্য।
এদেরকে সুন্দরবনে পাঠানোর ব্যাবস্থা চলছে। মিরপুর চিড়িয়াখানা বেশী সভ্য প্রানীদের জন্য। তাই জঙ্গলেই পাঠানো হবে।
মন্তব্য করতে লগইন করুন