শিক্ষক যখন আওয়ামীলীগ হয়ে যায়

লিখেছেন লিখেছেন মোবারক ১৬ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:৫১:৫০ রাত



[img

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক মেজবাহ কামাল বলেন বিএনপি সন্ত্রাসী দল তাদের বিরুদ্দে ন্ত্রাস বিরোধী আইন ব্যাবহার করতে হবে।

************************************************

ডঃ পিয়াস করিম সহধর্মিণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড আমেনা মোহসীন, ইতিহাসের অধ্যাপক মেজবাহ কামাল কে প্রশ্ন করেছিলেন, আপনার কাছে কি কোন সার্ভে আছে বিএনপি সন্ত্রাসী দল. মেজবাহ কামাল কোন রকম উত্তর দিতে পারেনি অনেকটা চুপ ছিল,৭১ টিভির উপস্থাপিকা মিথিলা তাৎক্ষণিক বিরতিতে চলে যায়।

বেশী কিছু লেখার ছিল কিন্তু পরের কাজ করি....।।

বিষয়: বিবিধ

৯৬২ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304826
১৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:২৫
আবু জারীর লিখেছেন : সার্ভের দরকারর কি? আওয়ামী চাটুকারের যা বলে তাই বেদ বাক্য?
304836
১৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:০৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
304862
১৭ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:৫৪
রক্তলাল লিখেছেন : আওয়ামী লীগ বা কোনো পার্টি করা দোষের কিছু ছিলনা। কিন্তু যখন হিংস্র জানোয়ার হয়ে যায় তখন সমস্যা।

আজকাল মানুষ হিংস্রতার চরমে পৌছে তখন আওয়ামী হয়।
সুখের বিষয় এদের সংখ্যা খুব নগণ্য।

এদেরকে সুন্দরবনে পাঠানোর ব্যাবস্থা চলছে। মিরপুর চিড়িয়াখানা বেশী সভ্য প্রানীদের জন্য। তাই জঙ্গলেই পাঠানো হবে।
304872
১৭ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:০৩
সাজেদুল ইসলাম লিখেছেন : এদেরকে পাবনা পাঠানো উচিত।
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৪২
247250
মোবারক লিখেছেন : খারাপ বলেন নাই।
304989
১৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই লোক ইতিহাস বিকৃত করার প্রফেসর!
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৪৪
247251
মোবারক লিখেছেন : কথা শুনে তাই মনে হয়েছে
305605
২২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০৬
প্রবাসী মজুমদার লিখেছেন : আ্ওয়ামীলীগ কিঙবা তার সমর্থকরা যা বলেই তাই হাদিস হিসেব গন্য। এরা শেখ হাসিনার পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত আওয়ামী রাহমাতুল্লাহ আলাইহে।
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৪৫
247252
মোবারক লিখেছেন : অনেক ধন্যবাদ/সুন্দর একটা কমেন্ট করার জন্য।ভাইয়া

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File