আমার গ্রাম এর { সওগাত সংঘ } কে নিয়ে লেখা আমার ছড়া।
লিখেছেন লিখেছেন মোবারক ১৫ ডিসেম্বর, ২০১৪, ০৮:২৮:২৮ রাত
"হৃদয়ের সওগাত সংঘ"
*****************
মোবারক হোসেন।
সওগাত সংঘ দেখাবে স্বপ্ন
ঘুচাবে বেদনার নীল,
শপথ নিলাম এই সমাজে গড়ে
তুলবো ভালবাসার মিল।
নীল আকাশে তারা হয়ে থাকবে
আমাদের “সওগাত সংঘ”।
আমার এ আশা পূর্ণ হবেই
এ যাত্রাতো হবে না ভঙ্গ
স্বপ্ন দেখি শুধু সংঘ নয়
নব উদ্যমে গড়ব নতুন বঙ্গ,
এগিয়ে যাও প্রদীপ হাতে
হে সওগাতের নব যুবসংঘ।
বিষয়: বিবিধ
১৩১৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন