রেল মন্ত্রীর বিয়ে
লিখেছেন লিখেছেন মোবারক ২৭ অক্টোবর, ২০১৪, ১১:৫৯:২৬ রাত
রেলমন্ত্রীর বিয়ে
মোবারক হোসেন
*********
রেল মন্ত্রীর বিয়ে করছে
আমরা সবাই জানি,
শেষ বয়সে কেন করলো
চলছে কানা কানি।
চান্দিনার মেয়ে তুমি
থেকো খুশীতে,
সবাই মিলে দোয়া করি
মন্ত্রীর বিয়েতে।
সাজ গোঁজ করে মন্ত্রী
সেরোয়ানী পরে
টম টমেতে বসে যাবে
কনের বাড়ির তরে।
বিয়ের কাজ শেষে মন্ত্রী
বসল পালকিতে
বউ নিয়ে আসবে
নিজ গ্রামের বাড়িতে।
বরের বয়স আটষট্টি
কনের বয়স আটাইশ
হিসেব কষে দেখি আমি
নিজেরই হল সাতাইশ
সব নিয়ে লেখা লেখি
হল পত্রিকায়
বিয়ে করছে মন্ত্রী সাহেব
খুশী আমরা সবাই।।
আমি কোন কবি বা লেখক নই, মাফসুলভ দৃষ্টিতে দেখবেন।
বিষয়: বিবিধ
১৪৫৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যা হোক মন্ত্রী সাহেবকে শুভেচ্ছা ।
মন্তব্য করতে লগইন করুন