সৌদি আরব এ ৮৪তম জাতীয় দিবস উপলক্ষে বিশ্বের সবচেয়ে লম্বা পতাকা উত্তোলন করা হয়েছে।

লিখেছেন লিখেছেন মোবারক ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৪৩:৫৩ রাত



এবার জাতীয় দিবস উপলক্ষে জেদ্দায় উত্তোলিত হয়েছে বিশ্বের সর্বোচ্চ জাতীয় পতাকা।অর্থাৎ সবচেয়ে উঁচু খুঁটিতে এটা টাঙ্গানো হয়েছে।

এ জন্য ১৭০ মিটার দীর্ঘ পতাকাদণ্ড এবং ৫৭০ কেজি ওজনের ১ হাজার ৬৩৫ বর্গ মিটার আয়তনের পতাকা তৈরী করা হয়েছে।

জেদ্দা পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ৯ হাজার বর্গমিটার এলাকা কাভারকারী এই পতাকাতে স্বয়ংক্রিয় উত্তোলন ব্যবস্থা অত্যাধুনিক ক্যামেরা,বায়ূপ্রবাহ পরিমাপকারী যন্ত্র এবং লাইটিং সিস্টেম রয়েছে।

মঙ্গলবার জেদ্দার আন্দালুস স্ট্রিটের কিং আবদুল্লাহ রোডের গোল

চক্করে বৃহত্তম এই সৌদী পতাকা উত্তোলন করা হয়েছে।

বিষয়: বিবিধ

১০১০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268037
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:০১
আবু সাইফ লিখেছেন : Thumbs Up জাযাকাল্লাহ..
268256
২৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৮
ইবনে আহমাদ লিখেছেন : বেশ ভাল। একদিন গিয়ে দেখাবো। ধন্যবাদ।
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৮
212114
মোবারক লিখেছেন : কল দিয়েন ব্র/ ০৫৫৯৫৭১১২৮

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File