জীবিত হয়েও নিজেকে আজ মৃত মনে হচ্ছে।

লিখেছেন লিখেছেন মোবারক ২১ আগস্ট, ২০১৪, ০২:১৫:৩৭ দুপুর



জীবিত হয়েও নিজেকে আজ মৃত মনে হচ্ছে।

আমার মুনতাহা এখন আমার ছবি নিয়ে খেলা

করে।আমার মা যখন জিজ্ঞাস করে আব্বু কই

আমার ছবির দিখে তাকায়।

মনে কষ্ট মুখে হাসি তবু আমি জীবিত আছি।

হায়রে প্রবাস জীবন।

বিষয়: বিবিধ

১১৮৩ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256729
২১ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৫
কাহাফ লিখেছেন : প্রবাশ জীবন আমার বুক টা থাকে শুণ্য.............
২১ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩০
200337
মোবারক লিখেছেন : অনেক কষ্ট হচ্ছে ভাই। মেয়ে টা এখনো সরাসরি দেখতে পারি নাই।
256732
২১ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৪
কাহাফ লিখেছেন : প্রবাশ থেকেই দোয়া করি.....মা-মনি রা ভাল থাকুক।
256736
২১ আগস্ট ২০১৪ দুপুর ০২:৪০
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Crying Crying বিয়ের পর যে খানেই থাকি বউ বাচ্চাকে সাথে নিয়েই যেন থাকতে পারি সেই দোআ করছি আমি Angel Angel আপনার জন্যও করেদিলাম একই দোআ। Praying
২১ আগস্ট ২০১৪ দুপুর ০২:৫৩
200344
মোবারক লিখেছেন : সেই কপাল আমার হবে কিনা জানিনা। ধন্যবাদ ব্র।
256749
২১ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩৮
হতভাগা লিখেছেন : চলে আসুন দেশে , যা করবেন দেশেই করেন আপনজনদের পাশে থেকে । সুখে দুঃখে সবাইকে পাশে পাবেন , মনটাও ভরে থাকবে ।
২১ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৭
200377
মোবারক লিখেছেন : দেশে গিয়ে কি করবো ভাই।আমাদের মতো লোক কে চাকরী দিবে। আমার ছোট বি,এ, পাশ সার্টিফিকেট নিয়ে ঘুরছে ।
তায় আমি হতাশ আমার দেশে গিয়ে আমি ভাত এর টাকা কি ভাবে যোগার করবো এই আছি দুরচিন্তায়।
256797
২১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার বাচ্চাটা অনেক সুইট Good Luck Rose
২১ আগস্ট ২০১৪ রাত ০৮:২৯
200474
মোবারক লিখেছেন : ধন্যবাদ দাদা , আপনে দেশে যাচ্ছেন কবে।
256846
২১ আগস্ট ২০১৪ রাত ০৮:২৩
মোহাম্মদ লোকমান লিখেছেন : পরিবারের সাথে থাকতে পারার নিয়্যাত এবং আল্লাহর নিকট দোয়আর করতে থাকুন।

আমার ঘটনাটা বলি- আমার মেয়েটির যখন চৌদ্ধ মাস বয়স তখন আমি প্রবাসী হয়েছিলাম। আল্লাহর নিকট দোয়া করতে থাকলাম- হে আল্লাহ্ হয় আমার পরিবার প্রবাসে আনার মতো শক্তি দাও আর তা যদি না হয় দেশে গিয়ে কিছু করার মতো অবস্থা তৈরী করে দাও যাতে পরিবারের সাথে থাকতে পারি।
আমিও ২/৩ বছরের প্লান নিয়ে সামনে আগাতে থাকলাম। আলহামদু লিল্লাহ্ দুই বছরের মধ্যেই আবুধাবীতে ব্যবসায় শুরু করে মোটামোটি ভাবে পরিবার আনার মতো অবস্থায় পৌঁছা মাত্র ভিসা বের করে নিয়ে আসলাম। সেই মেয়েকে আবুধাবী থেকে ইন্টার পরীক্ষা দিয়েই দেশে পাঠিয়েছি। ঘটনাটা বললাম আপনার ধৈর্য্য এবং সাহস বৃদ্ধির জন্য। আশা করি আল্লাহ আপনার আশা পূর্ণ করবেন।
২১ আগস্ট ২০১৪ রাত ০৮:২৮
200473
মোবারক লিখেছেন : ধন্যবাদ বড় ভাই। সঠিক পরামর্শ এবং সাহস যোগানোর জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File