জীবিত হয়েও নিজেকে আজ মৃত মনে হচ্ছে।
লিখেছেন লিখেছেন মোবারক ২১ আগস্ট, ২০১৪, ০২:১৫:৩৭ দুপুর
জীবিত হয়েও নিজেকে আজ মৃত মনে হচ্ছে।
আমার মুনতাহা এখন আমার ছবি নিয়ে খেলা
করে।আমার মা যখন জিজ্ঞাস করে আব্বু কই
আমার ছবির দিখে তাকায়।
মনে কষ্ট মুখে হাসি তবু আমি জীবিত আছি।
হায়রে প্রবাস জীবন।
বিষয়: বিবিধ
১১৮৩ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তায় আমি হতাশ আমার দেশে গিয়ে আমি ভাত এর টাকা কি ভাবে যোগার করবো এই আছি দুরচিন্তায়।
আমার ঘটনাটা বলি- আমার মেয়েটির যখন চৌদ্ধ মাস বয়স তখন আমি প্রবাসী হয়েছিলাম। আল্লাহর নিকট দোয়া করতে থাকলাম- হে আল্লাহ্ হয় আমার পরিবার প্রবাসে আনার মতো শক্তি দাও আর তা যদি না হয় দেশে গিয়ে কিছু করার মতো অবস্থা তৈরী করে দাও যাতে পরিবারের সাথে থাকতে পারি।
আমিও ২/৩ বছরের প্লান নিয়ে সামনে আগাতে থাকলাম। আলহামদু লিল্লাহ্ দুই বছরের মধ্যেই আবুধাবীতে ব্যবসায় শুরু করে মোটামোটি ভাবে পরিবার আনার মতো অবস্থায় পৌঁছা মাত্র ভিসা বের করে নিয়ে আসলাম। সেই মেয়েকে আবুধাবী থেকে ইন্টার পরীক্ষা দিয়েই দেশে পাঠিয়েছি। ঘটনাটা বললাম আপনার ধৈর্য্য এবং সাহস বৃদ্ধির জন্য। আশা করি আল্লাহ আপনার আশা পূর্ণ করবেন।
মন্তব্য করতে লগইন করুন