সত্য বললে গায়ে লাগে.
লিখেছেন লিখেছেন মোবারক ২৭ জুলাই, ২০১৪, ০৫:২২:০৫ বিকাল
এই কমেন্টটা করেছিলাম বিশিষ্ট সাংবাদিক
গোলাম মরতুজার ফেসবুক স্ট্যাটাস এ
এই কমেন্টটা করেছিলাম।
আজকে আমারটা সহ আরও অনেকের
কমেন্ট নাই।
সত্য বললে গায়ে লাগে.
একজন যুদ্ধঅপরাধীর ছেলে
আরেক জন জাতির পিতার সৈনিক
নির্বাচনী লডাই আমরা দেখেছি।
কিভাবে জাতির পিতার সৈনিক
যুদ্ধঅপরাধীর ছেলের কাছে পরাজিত
হয়েছে।কি ভাবে হাসিনার নৈাকা কে
মানুষ প্রত্যাখ্যান করেছে।
দেশের মানুষের সেন্টিমেন্ট দেখেও আপনারা
না দেখার বান করেন।
যুদ্ধঅপরাধীর নাম শুনলে আপনাদের গাঁ জ্বলে।
কিন্তু এই যুদ্ধঅপরাধীরা বাংলাদেশে কত
জনপ্রিয় আমরা দেখেছি।
সাহস থাকলে একটা আর্টিকেল লিখেন
বিচারপতিরা আপনার নেয়াই বিচার করুণ
শাহবাগ ,সংসদ , আওয়ামীলীগ এর কথা
শুনবেন না।
আমি জানি পারবেন না, কারণ হয়তো
আপনার পত্রিকা বন্ধ হওয়ার ভয়ে।অথবা
জেল এর ভয়।
বিষয়: বিবিধ
১১১৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স হ ম ত
জাযাকুমুল্লাহ..
তবে উনার একটা জিনিস আমার খুব মজাই লাগে - উনি সবসময়ই কথা বলতে গেলে ম্যা ম্যা ব্যা ব্যা করেন
মন্তব্য করতে লগইন করুন