আজ আমার মুনতাহা"র প্রথম জন্মদিন।

লিখেছেন লিখেছেন মোবারক ২৬ জুলাই, ২০১৪, ০৬:৩২:৫২ সন্ধ্যা



আজ আমার মেয়ে মুমতাহিনা"র শুভ জন্মদিন।মুমতাহিনা মেয়ের দাদী নানা নানি ডাকে না,নামটি নাকি অনেক বড় তায় ওনারা মুনতাহা বলে ডাকে।

হাটি হাটি পা করে আমার মেয়ে আজ এক বছ র পদার্পণ করলো, সব কিছুই যেন স্বপ্নের মতো মনে হচ্ছে।

এইতো সেদিন তার মা তাকে পেটে নিয়ে হাঁটছে,আমার সাথে ফোন এ কথা বলছে, ঘুরছে, ডাক্তার দেখাচ্ছে, সংসারের কাজ করছে, সত্যি সময়ের উপর কারো হাত নেই। সময় বোধ হয় এভাবেই ছলে যায়।

২৬-জুলাই-২০১৩ রমজান মাস, দিনটি ছিল শুক্রবার, আমি সেহরি খেয়ে নামাজ পরে শুয়ে আছি,কিছুক্ষণ আমার মোবাইল ভেজে উঠলো দেখি বড় ভাইর ফোন,ডাক্তারের দেয়া তারিখ আমার মনে ছিল,বাবা হবার খবর নিচ্চিত ছিলাম না,কল টা রিসিভ করলাম সালাম দিলাম সাথে বড় ভাই বললো তুই মেয়ের বাবা হইছস।

আমরা এখন ফেনীতে একটা হসপিটাল আছি, মেয়ে মা দুই জন এ সুস্থ আছে খবরটি শুনে লাপ দিয়ে উঠলাম,আমার মনে আনন্দের জোয়ার বইয়েছে।

বন্ধুদের খবরটা দিব, কল দিলাম বলে উঠলো আপনার মোবাইল এ বেলেঞ্ছ নাই।রমজান মাস সকাল সকাল দোকান খোলা থকবেনা জান্তাম।তবুও বেড়িয়ে পরলাম মোবাইল কার্ড এর জন্য , অনেক দূর গেছি কিন্তু পেলাম না।

আমার মেয়ে শুক্রবার জন্ম , তায় অনেকে ভাগ্যবতী” বলে উল্লেখ করেছেন।

প্রবাসে থাকার কারণে আমার মুনতাহা"র প্রথম জন্মদিনেই পাশে থাকা হল না,আমার কলিজার টুকরা মেয়ের অনেক নাম এর মাঝে {মুনতাহা}নামটি খ্যাতি পেয়েছে । {সিদরাতুল মুনতাহা} থেকে মুনতাহা রেখেছি। মুনতাহা অর্থ শেষপ্রান্ত।এই নামটি আমার বন্ধু Omar Faruk দিয়েছে।

মেয়ের মা কে বলে বোঝাতে পারলেও নিজের মনটাকেই বোঝাতে পারছি না,তাই মনটা অনেক খারাপ,আমি সবার কাছে আমার ছোট্ট-পরীর জন্য দোয়া প্রার্থনা করছি ।

ধর্মীয় মূল্যবোধের আলোকে হবে তার পথ চলা, এই আমার সার্বক্ষণিক কামনা। পিতার এ মনোবাঞ্ছা পুরনের জন্য পরম করুনাময় আল্লাহ রাব্বুল আলামীন তার উপর যেন সমস্থ রহমত বর্ষণ করেন, আজ তার শুভ জন্ম দিনে এই আমার বিনীত প্রার্থনা।

সুপ্রিয় পাঠক পাঠিকা দয়া করে আপনারাও আমার সাথে সামিল হন। আমীন।

বিষয়: বিবিধ

৪২৬৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248453
২৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
এবেলা ওবেলা লিখেছেন :
২৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
192922
মোবারক লিখেছেন : ধন্যবাদ ব্র/
248458
২৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার মেয়ের জন্ম দিনে অনেক অনেক শুভেচ্ছা Rose Good Luck
২৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
192923
মোবারক লিখেছেন : দোয়া করবেন।
248464
২৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
আফরা লিখেছেন : মাশাআল্লাহ !!কি সুন্দর আপনার মেয়ে ।

আল্লাহ রাব্বুল আলামীন আপনার মনোবাঞ্ছা পুরন করুন । আমীন ।
২৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
192937
মোবারক লিখেছেন : আমীন
248468
২৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
দিশারি লিখেছেন : তার জন্য রইলো দোয়া ও শুভকামনা।
248470
২৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
সন্ধাতারা লিখেছেন : কিউট সোনামণির প্রথম জন্মদিনে এত্তো এত্তো আদর ও প্রাণভরা দোয়া রইলো। মহান আল্লাহ আপ্নার সোনা মনিকে হায়াতে ত্যায়েবা দান করুন! হে আল্লাহ তাকে চরিত্র মাধুর্যে ,আমলে আখলাকে এমন হওয়ার তৌফিক দান করেন যা দেখে সকলের চক্ষুশীতল হয় ।আমীন ! Thumbs Up Thumbs Up Thumbs Up
248490
২৬ জুলাই ২০১৪ রাত ০৮:১৭
বাজলবী লিখেছেন : দোয়া রইল।
248492
২৬ জুলাই ২০১৪ রাত ০৮:২২
বুড়া মিয়া লিখেছেন : নির্ভেজাল মমতাময়ী হাসি ...
আল্লাহ আপনাদের নেক-মনোবাসনা পূরণ করুন ...
248522
২৬ জুলাই ২০১৪ রাত ১০:৩২
মোহাম্মদ লোকমান লিখেছেন : আল্লাহ আপনার আশা পূর্ণ করুন।
248533
২৬ জুলাই ২০১৪ রাত ১০:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আলহামদুলিল্লাহ। আল্লাহতায়লা তার উপর রহমত করুন।
১০
248555
২৭ জুলাই ২০১৪ রাত ১২:১৩
আবু জান্নাত লিখেছেন : মুসলমানদের তো জন্ম দিবস মৃত্যু দিবস এত গুরুত্বপূর্ণ বিষয় নয় এগুলো উল্লেখ না করাই ভাল, যদি আপনার মেয়েকে সত্যিকারের ইসলামের পথে পরিচালিত করতে চান তবে প্রথম থেকেই জন্মদিনের হিসাব বাদ দিতে হবে, যেমন জন্ম দিনে দোয়া চাওয়া, জন্মদিনে মঙ্গল কামনা করা, কেক কাটা, আনন্দ উল্লাস করা ইত্যদি। দোয়া ও মঙ্গল কামনা যে কোনদিন করা যায়, জন্মদিন হিসেব করে নয়। জন্মদিবস মৃত্যু দিবস পালন করা মুসলমানদের তাহযীব নয়।
২৭ জুলাই ২০১৪ রাত ০১:৫২
193044
মোবারক লিখেছেন : ইনশা আল্লাহ্‌। আমার কমেন্ট মাথায় রাখলাম।
২৭ জুলাই ২০১৪ রাত ০২:২০
193046
আবু জান্নাত লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File