গেরিলা বন্ধুর মিথ্যার জবাব।
লিখেছেন লিখেছেন মোবারক ০৪ মে, ২০১৪, ০৪:৪৫:০১ বিকাল
গেরিলা বন্ধুর দুইটা প্রশ্নের উত্তর
এক/ টাকা
দুই/ ডক্টরেট
এক/ টাকার যে কথা আমার গেরিলা বলেছে তা সম্পন্ন মিথ্যা তথ্য।
কারণ গতকাল আমরা প্রায় ২৫জন ওনার সাথে দেখা করতে যাই।
আমাদের কাজে কোন টাকা চাই নাই। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানিনা,
গেরিলা যে লেখা পোস্ট করেছে। কেও মুফাস্মিল ভাই কে টাকা দিছে এমন লোক এর কমেন্ট নাই।টাকা মেরে খাইচে এমন কোন কমেন্ট ও নাই।
দুই/ আমি ওনাকে চিনি বিট্রিশ আইনজীবী হিসেবে /বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক পরিচালিত ধারাবাহিক গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছেন বাংলাদেশী বংশোদ্ভুত এক বিট্রিশ আইনজীবী।
মুফাস্সিল ইসলাম ডক্টরেট আমি এই লিংক এর ব্যাবহার করেছি।
গেরিলা বন্ধু সমালোচনা কর কোন সমস্যা নাই। মিথ্যা কেন বল।
http://parbattanews.com/%E0%A6%B8%E0%A7%80%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%8F%E0%A6%AB%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95/?cat=29#.U2YZWoGSx9s
বিষয়: বিবিধ
১৫১৮ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের সাথে অনি কোন পতারনা করে নাই। এটায় সত্য।
মন্তব্য করতে লগইন করুন