গেরিলা বন্ধুর মিথ্যার জবাব।

লিখেছেন লিখেছেন মোবারক ০৪ মে, ২০১৪, ০৪:৪৫:০১ বিকাল

গেরিলা বন্ধুর দুইটা প্রশ্নের উত্তর

এক/ টাকা

দুই/ ডক্টরেট

এক/ টাকার যে কথা আমার গেরিলা বলেছে তা সম্পন্ন মিথ্যা তথ্য।

কারণ গতকাল আমরা প্রায় ২৫জন ওনার সাথে দেখা করতে যাই।

আমাদের কাজে কোন টাকা চাই নাই। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানিনা,

গেরিলা যে লেখা পোস্ট করেছে। কেও মুফাস্মিল ভাই কে টাকা দিছে এমন লোক এর কমেন্ট নাই।টাকা মেরে খাইচে এমন কোন কমেন্ট ও নাই।

দুই/ আমি ওনাকে চিনি বিট্রিশ আইনজীবী হিসেবে /বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক পরিচালিত ধারাবাহিক গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছেন বাংলাদেশী বংশোদ্ভুত এক বিট্রিশ আইনজীবী।

মুফাস্সিল ইসলাম ডক্টরেট আমি এই লিংক এর ব্যাবহার করেছি।

গেরিলা বন্ধু সমালোচনা কর কোন সমস্যা নাই। মিথ্যা কেন বল।

http://parbattanews.com/%E0%A6%B8%E0%A7%80%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%8F%E0%A6%AB%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95/?cat=29#.U2YZWoGSx9s

বিষয়: বিবিধ

১৫১৮ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

217327
০৪ মে ২০১৪ বিকাল ০৪:৪৬
মোবারক লিখেছেন : বন্ধুরা আমি বাসায় চলে যাচ্ছি। আবার বিকালে দেখা হবে।
০৪ মে ২০১৪ বিকাল ০৪:৪৮
165530
ছিঁচকে চোর লিখেছেন : ঐ ধর মোবারকরে । পালাইলো
০৪ মে ২০১৪ রাত ০৮:৪১
165638
মোবারক লিখেছেন : আছি ভাই যান। আপনাদের মত ব্যাবহার আমার জানা নাই। তায় আপনাকে কিছু বলতে পারলাম না।
217328
০৪ মে ২০১৪ বিকাল ০৪:৪৭
ছিঁচকে চোর লিখেছেন : কিন্তু যারা দিয়ে পায় নাই তাদের তো ফেসবুকে স্ট্যাটাস দেখলাম।
০৪ মে ২০১৪ বিকাল ০৪:৫১
165533
মোবারক লিখেছেন : বন্ধু ওনার ফেসবুকে গিয়ে জিজ্ঞাসা করো। দেখি অনি কি উত্তর দে। তবে বন্ধু আমি ফেসবুকে থাকি কই এমন কমেন্ট আমার চোখে পড়ে নাই।
০৪ মে ২০১৪ বিকাল ০৪:৫৬
165539
ছিঁচকে চোর লিখেছেন : এরা কি মিথ্যা বলছে বলে আপনার মনে হয়?

217329
০৪ মে ২০১৪ বিকাল ০৪:৪৮
ইবনে আহমাদ লিখেছেন : গেরিলা মানুষ বেশী মাইন্ড করেছেন। আরো পরিস্কার করুন।
০৪ মে ২০১৪ বিকাল ০৪:৫৩
165536
মোবারক লিখেছেন : ভাইয়া আমার অফিসে এক এচি নষ্ট / দুই কাজ বেশী/ অনেক কষ্ট করে লেখটা লিখছি গরম এ আমি শেষ/ পরে ইনশা আল্লাহ্‌ ভাল করে উত্তর দিব।
217350
০৪ মে ২০১৪ বিকাল ০৫:৩২
চেয়ারম্যান লিখেছেন : যারা লন্ডনে আছে তারা জানে মফাস্সিল একটা জুয়ারী প্রতারক .. অনেকের কাছ থেকে টাকা নিচে কিন্তু দেয় নাই .. ইসলামিক ইমোশন কাজে লাগিয়ে অনেক টাকা হাতিয়ে নিয়েছে
০৪ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
165607
জেদ্দাবাসী লিখেছেন : চেয়ারম্যান সাহেব,আমরা আপনাকে বিশ্বাস করি । এই ব্যপারে আপনার থেকে বিস্তারিত জানতে চাই। আশাকরি একটা পোস্ট দিবেন ।ধন্যবাদ
০৪ মে ২০১৪ রাত ০৮:২১
165618
মোবারক লিখেছেন : চেয়ারম্যান দাদার সাথে আমি বিতর্ক করবো না।কারণ ওনাকে আমি অনেক দিন ধরে জানি। বন্ধ হয়ে যাওয়া ব্লগ এ নিয়মিত আমি ওনার লেখা পরেছি। চেয়ারম্যান দাদা কে এই টুকু বলতে পারি। যত টুকু লিখতে জানি কোন দিন মিথ্যা লিখি নাই। গতকাল আমরা যে কয়জন ওনার সাথে দেখা করে গেছি। কারো কাজ থেকে একটা টাকাও চাওয়া হয় নাই। বাংলাদেশ নিয়ে কিছু কথা হয়েছে। এর পর খাওয়া দাওয়া তার পর বিদায়।
০৪ মে ২০১৪ রাত ১০:২৮
165667
চেয়ারম্যান লিখেছেন : মোবারক ভাই , টাকা চায়নি ভালো কথা। টাকা চাইলে দিবেন না। সতর্ক থাকুন। অনলাইন টিভি ও ব্যবসায়ের নামে অনেক টাকা নিয়েছে। কারো টাকা ফেরত দেয় নাই। আপনি উনাকে জিগ্গেস করুন আপনাদের পিপলস ভয়েসের খবর কি ?
০৪ মে ২০১৪ রাত ১০:৩৫
165670
মোবারক লিখেছেন : দাদা আজকে চলে গেছে। থাকলে জিজ্ঞাসা করতাম, ধন্যবাদ দাদা,
217357
০৪ মে ২০১৪ বিকাল ০৫:৩৭
অনেক পথ বাকি লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান।
০৪ মে ২০১৪ রাত ০৮:৩৯
165635
মোবারক লিখেছেন : ধন্যবাদ পড়ার জন্য
217378
০৪ মে ২০১৪ বিকাল ০৫:৫১
আঁধার কালো লিখেছেন : অনেক ধন্যবাদ । ভালো লাগলো ।
০৪ মে ২০১৪ রাত ০৮:৩৯
165637
মোবারক লিখেছেন : আপনাকে ধন্যবাদ জানাই
217397
০৪ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
সুশীল লিখেছেন : চেয়ারম্যান লিখেছেন : যারা লন্ডনে আছে তারা জানে মফাস্সিল একটা জুয়ারী প্রতারক .. অনেকের কাছ থেকে টাকা নিচে কিন্তু দেয় নাই .. ইসলামিক ইমোশন কাজে লাগিয়ে অনেক টাকা হাতিয়ে নিয়েছে
০৪ মে ২০১৪ রাত ০৮:৩৮
165633
মোবারক লিখেছেন : লন্ডন এর খবর জানা নাই। তায় বিতর্ক করবো না আপনার সাথে। আমারা কোন টাকা ওনাকে দিনাই এটায় সত্য।আপনাদের কথা সত্য মনে করতাম যদি একজন পতারিত ব্যাক্তি যদি আসে বলতো আমি পতারিত হয়েছি। নিজের ঠিকানা দিয়ে।
217443
০৪ মে ২০১৪ রাত ০৮:০৮
ফেরারী মন লিখেছেন : ঘটনা কি জামাতিরাও আজকাল টেকা মেরে খাওয়া শুরু করেছি নাকি। রাজাকার হৈলেও এদ্দিন ভাবছি তারা মানুষ ভালো কিন্তু আজ তো তাদের সম্পর্কে ধারণা পাল্টে যাচ্ছে।
০৪ মে ২০১৪ রাত ০৮:২৯
165624
মোবারক লিখেছেন : অনি কি জামাত করে নাকি। অনি যদি জামাত করতো সৌদি আরব এ আরও বড় অনুষ্ঠান করে ওনাকে সংবধনা দেওয়া হতো, গতকাল তিনি জামাত নিয়েও অনেক সমালোচনা করেছেন।বাদ যাইনি বি এন পি আওয়ামীলীগ ও।
আমাদের সাথে অনি কোন পতারনা করে নাই। এটায় সত্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File