আল্লামা সাঈদীর স্মৃতি চারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে সবায় ।
লিখেছেন লিখেছেন মোবারক ১০ এপ্রিল, ২০১৪, ১১:৫৬:৫৭ রাত
সরকারের মদদপুষ্ট অবৈধ ট্রাইবুনাল সর্বজন শ্রদ্ধেয় আলেম,আর্ন্তজাতিক মুফাস্সিরে কুরআন
আমার প্রিয় আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রায় ঘোষণা করার আগের দিন।
সাউদি আরব রিয়াদ এ বাথা প্রতিবাদ সভা আয়োজন করে সাঈদ ভাই ,একরাম মজুনদার
সহ অনেকে।আমি ও ছিলাম ওই প্রতিবাদ সভায়, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেতার নাম আল্লামা সাঈদীর
স্মৃতি চারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে সবায়। আমি তখন ভিডিও করছি
আর আমার হাত কাঁপছে।
মজলুমের এর রায় এর আগে আমি বাংলাদেশে ছিলাম, অবৈধ ট্রাইমুনাল বিরুদ্ধে যে কয়টা কর্মসূচি ছিল
অংশগ্রন করেছি নিজ ইচ্ছাই, কারো ডাকের অপেক্ষায় থাকিনি।
মজলুমের রায় এর দিন রাতে খবরে দেখাচ্ছিল পিরোজপুর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ।
আমি তখন মনে মনে বলছিলাম সম্পুর্ণ মিথ্যা রিপোর্ট ।কিছু দিন আগে তা সত্তে প্রমান হল।
মজলুম ছেলের বিপুল ভোটে পরাজিত করেছে আওয়ামী লীগ সমর্থিত কে।
এ জয় প্রমান করে মজলুম নির্দোষ।
হে আল্লাহ্ তোমার এ মজলুমের বান্দাকে সম্মানের সহিত আমাদের মাঝে ফিরিয়ে দাও। “
ভিডিও
https://www.facebook.com/photo.php?v=725080127543833&saved
বিষয়: বিবিধ
১২৮৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন