আল্লামা সাঈদীর স্মৃতি চারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে সবায় ।

লিখেছেন লিখেছেন মোবারক ১০ এপ্রিল, ২০১৪, ১১:৫৬:৫৭ রাত

সরকারের মদদপুষ্ট অবৈধ ট্রাইবুনাল সর্বজন শ্রদ্ধেয় আলেম,আর্ন্তজাতিক মুফাস্সিরে কুরআন

আমার প্রিয় আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রায় ঘোষণা করার আগের দিন।

সাউদি আরব রিয়াদ এ বাথা প্রতিবাদ সভা আয়োজন করে সাঈদ ভাই ,একরাম মজুনদার

সহ অনেকে।আমি ও ছিলাম ওই প্রতিবাদ সভায়, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেতার নাম আল্লামা সাঈদীর

স্মৃতি চারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে সবায়। আমি তখন ভিডিও করছি

আর আমার হাত কাঁপছে।

মজলুমের এর রায় এর আগে আমি বাংলাদেশে ছিলাম, অবৈধ ট্রাইমুনাল বিরুদ্ধে যে কয়টা কর্মসূচি ছিল

অংশগ্রন করেছি নিজ ইচ্ছাই, কারো ডাকের অপেক্ষায় থাকিনি।

মজলুমের রায় এর দিন রাতে খবরে দেখাচ্ছিল পিরোজপুর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ।

আমি তখন মনে মনে বলছিলাম সম্পুর্ণ মিথ্যা রিপোর্ট ।কিছু দিন আগে তা সত্তে প্রমান হল।

মজলুম ছেলের বিপুল ভোটে পরাজিত করেছে আওয়ামী লীগ সমর্থিত কে।

এ জয় প্রমান করে মজলুম নির্দোষ।

হে আল্লাহ্ তোমার এ মজলুমের বান্দাকে সম্মানের সহিত আমাদের মাঝে ফিরিয়ে দাও। “

ভিডিও

https://www.facebook.com/photo.php?v=725080127543833&saved

বিষয়: বিবিধ

১২৮৯ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205897
১১ এপ্রিল ২০১৪ রাত ১২:০৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : জাজাকাল্লাহুল খাইরান, চোখের পানি ধরে রাখতে পারলাম না।
১১ এপ্রিল ২০১৪ রাত ১২:১০
154746
মোবারক লিখেছেন : আপনিও আমার লেখা পড়েছেন দেখে আমি খুশি
205915
১১ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৪
ভিশু লিখেছেন : আমীন!
Praying Praying Praying
১১ এপ্রিল ২০১৪ রাত ১২:৪২
154748
মোবারক লিখেছেন : ধন্যবাদ কষ্ট করে বাড়ীতে আসার জন্য
205918
১১ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৯
নূর আল আমিন লিখেছেন : যারা বলে সাইদী খুনি ধর্ষণ কারি আমি বলি তারা জারজ সন্তান
১১ এপ্রিল ২০১৪ রাত ১২:৪২
154749
মোবারক লিখেছেন : একমত
205940
১১ এপ্রিল ২০১৪ রাত ১২:৫৯
নূর আল আমিন লিখেছেন : amin
205953
১১ এপ্রিল ২০১৪ রাত ০১:৩৯
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : কান্না মাত্র শুরু, ফাঁসি এখনো বাকি।
১১ এপ্রিল ২০১৪ রাত ০১:৫১
154783
মোবারক লিখেছেন : কেয়ামত বিশ্বাস করেন আপনে, জানতে চাই
১১ এপ্রিল ২০১৪ রাত ০২:০১
154785
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : কেয়ামতের সাথে দেলু রাজাকারের ফাঁসির কি যোগসূত্র?
১২ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০৬
155122
মোবারক লিখেছেন : সম্পর্ক আছে বিদায় জিজ্ঞাস করছি , কারণ আপনে একজন আলেম কে গালি দিচ্ছেন। ওনার উপর যে অভিযোগ সরকার করেছে, সব গুলি মিথ্যা প্রমান করেছে তার এলাকার লোক জন কিছু দিন আগে, আপনার নিকট অনুরধ রইল সত্য বলবেন, সত্য না বলতে পারলে চুপ থাকবেন,আপনে ওনাকে ঘৃনা করেন আমার কোন অভিযোগ নাই,এমন ভাবে লিখবেন যাতে আপনার লেখা পড়ে আরেক জন মানুষ কষ্ট না পাই,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File