১৪ই ফেব্রুয়ারী মুক্তি পাওয়া গুন্ডে এই মাত্র দেখা শেষ করালাম।

লিখেছেন লিখেছেন মোবারক ১৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:১৭:১৮ রাত

১৪ই ফেব্রুয়ারী মুক্তি পাওয়া গুন্ডে এই মাত্র দেখা শেষ করালাম।

বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করা হয়েছে।

প্রথমেই বলা হয়েছে মুক্তিযুদ্ধ নাকি ভারত পাকিস্থান ৩য় যুদ্ধ।

ছবিতে দেখানো হয়েছে ১৬ ডিসেম্বর ১৯৭১ এ হিন্দুস্থান ও

পাকিস্তানের মধ্যে ৩য় যুদ্ধ শেষ হয়েছে। ৯০ হাজার

পাকিস্তানী সৈন্য আত্মসমর্পণ করে হিন্দুস্তান আর্মির

কাছে আর এর মধ্য দিয়েই জন্ম নেয় নতুন এক দেশ ”বাংলাদেশ”।

হিন্দুস্তান আর্মির কাছে পাকিস্তানী সৈন্য আত্মসমর্পণ কথা সত্য।

আমার প্রশ্ন। তিরিশ লক্ষ শহিদ লক্ষ লক্ষ লোক যুদ্ধ করেছে

এদের কোন মূল্য নাই,

ছবিটিতে আরহ দেখানো হয়েছে

মুক্তিযুদ্ধের সময় এ দেশের লোক অস্ত্র চোরাচালান কয়লা চুরি করতো,

বিষয়: বিবিধ

৯২০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

179219
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অপেক্ষা করুন আরো দেখবেন
১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩৮
132174
মোবারক লিখেছেন : তায়তো মনে হচ্ছে,
179261
১৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:৩৩
দ্য স্লেভ লিখেছেন : ছবিটা বানাইছে ভারত এর চামচারা.., আপনি এছাড়া আর কি তথ্য পাবেন ?? Happy
179282
১৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:৫২
শিকারিমন লিখেছেন : বন্ধু বন্ধু জগড়া করলে অনেক সময় , অনেক নিদারুন সত্য কথা বেরিয়ে আসে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File