*বিয়ের আগে এবং পরের জীবন নিয়ে দুই লাইন*
লিখেছেন লিখেছেন মোবারক ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৪২:৫২ রাত
*বিয়ের আগে এবং পরের জীবন নিয়ে দুই লাইন*
বিয়ের আগের জীবন।
নিজের ইচ্ছে মতো খেলা ধুলা বন্ধুদের সাতে আড্ডা মা বাবার কথা না শুনা পড়াতে মন না দিয়ে টিভি দেখা পিছনের সৃতি গুলো আমাকে খুভ আহত করে...।।
এর পর প্রবাস জীবন শুরু।
প্রথম প্রথম দিন গুলি কেমন যায় আমার চেয়ে আপনারা ভাল জানেন,
চাকুরি বেতন এর পর স্বপ্ন দেখা শুরু। সব স্বপ্ন পুরন হয় না সবার এ জানা।
বিয়ের পরের জীবন এবং বাবা হওয়া,নিজেকে ভিন্ন একটা জগতে নিয়ে গেলাম।
কিন্তু আড্ডা খেলা ছাড়তে পারি নাই,
টুনটুনি*কল দিলে এইতো আসতেছি এই বলে রেখে দিতাম,
এর মধ্যে এক ঘণ্টা শেষ আবার কল শুরু ।এর পর মোবাইল silent,
রাগ অভিমান কথা না বলা,পাঁচ মাস ছিলাম।
কিছু দিন আগে একটা লেখা পড়ে ছিলাম।মনে পড়ে গেল না লিখে পারলাম না,
মুখ দেখা, কথা বন্ধ।
রাতে শুতে যাওয়ার সময় স্বামীর মনে পড়ল পরের দিন ভোরবেলা ফ্লাইট ।
এদিকে স্বামী বেচারা সকালে উঠতে পারে না।
সাত-পাঁচ ভেবে সে একটি কাগজে লিখল।কাল সকাল চারটার সময় ডেকে দিও।
কাগজটা স্ত্রীর বালিশের কোণায় চাপা দিয়ে স্বামী নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল।
পরের দিন সকালে সাড়ে আটটার সময় স্বামীর ঘুম ভাঙ্গল।
সময় দেখে তার তো চক্ষু চড়কগাছ।
রেগেমেগে চিৎকার করে স্ত্রীকে ডাকতে গিয়ে তার নজরে পড়ল বালিশের পাশে একটা চিরকুট।খুলে দেখল লেখা আছে ” চারটে বেজে গেছে,উঠে পড়ো”
আবার প্রবাস জীবন শুরু ,কিছু দিন আগে বাবা হলাম।
আল্লাহ্র কাছে হাজার হাজার শূকরীয়া ,আমাকে একটা কলিজার টুকরা দিয়েছে।
মা বাবা স্ত্রী কন্যা নিজের কিছু ভুল,আবার হয়তো দেশে যাওয়ার সময় হচ্ছে।
হয়তো আগের মতো চলতে পারবোনা,আড্ডা হবে না,বন্ধুদের সময় দিতে পারবো না,হয়তো বাজারে বসে এক কাপ চা,এর মদ্দে শেষ,
একটা সময় ছিল ব্লগ ফেচবুক যা খুশি লিখতাম,এখন তা হয় না,ব্লগ এ কমেন্ট করে প্রশংসিত হয়ে ছিলাম।ব্লগ ফেসবুক আগের মত হবে না।অফিসে ক্যামরা
নিজের কিছু দায়িত্ব , এটাই আমার জীবন।।
ভুল হলে চাই ক্ষমা!
বিষয়: বিবিধ
১৫২৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সহমত
কেমনে কি ?
বিয়ে ছাড়া জীবনটাই এলোমেলো
অনেক ধন্যবাদ %%
মন্তব্য করতে লগইন করুন