আমি মেয়ের বাবা হলাম

লিখেছেন লিখেছেন মোবারক ২৭ জুলাই, ২০১৩, ০৪:৪৮:৩৩ বিকাল

আমি মেয়ের বাবা হবার স্বাদ পেলাম। কী যে অসম্ভব সুখের অনুভূতি!

গত ২৬-জুলাই-২০১৩ আমার কন্যা পৃথিবীর আলোর মুখ দেখে।

সকাল ০৮:৩৭ তে আমার মামণি জন্মগ্রহণ করে।

কন্যার মা ও কন্যা সুস্থ্য এবং ভালো আছে।

বেবি পৃথিবীতে এসে খুবৈ ক্লান্ত; শুধু ঘুম আর ঘুম!

নাম একটা ঠিক করছি

আমার নামের সাতে মিলিয়ে।

পিতাঃ মোবারক হোসেন ভূঁইয়া

মাতাঃ হাসনাত জাহান হাসি

কন্যাঃ মুমতাহিনা অর্থ- পরীক্ষক

এটা হবে আসল নাম।

আমার একটা ডাক নাম লাগবে।

আজকে অফিসে এসে ওর ছবি আপলোড করছি।





বিষয়: বিবিধ

১৭৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File