আল্লামা শফীর নামে অপপ্রচার চালাচ্ছে ইসলামবিদ্বেষীরা

লিখেছেন লিখেছেন ফরহাদ হোসেন মিঠু ১৩ জুলাই, ২০১৩, ১১:৫০:২২ রাত



টিভিতে দেখলাম লীগাত্তোর(৭১) টিভিতে শফী সাহেবের ' তেতুল ' নিয়ে দেয়া উদাহরণের সমালোচনা হচ্ছে।টকশোর অতিথিদের কথা শুনে রাগে গা জ্বলে গিয়েছিল।

ফেবুতে মূর্খ শাহবাগীরাও এই বক্তব্যের সমালোচনা করছে।আসলে এদের ব্রেনে ঠিকভাবে রক্ত ও অক্সিজেন পৌছায় না।এরা সেই বক্তব্যটা বুঝতে পারে নাই।

হাদিসে আছে,নারী হল পুরুষের জন্য ফিতনা।এখন মূর্খরা মনে করবে যে এই হাদীস দ্বারা নারীদের হেয় করা হয়েছে।খাসী জাতি এইটাই মনে করবে।অথচ এই হাদিসে নারীকে হেয় করা হয় নাই পুরুষদের সতর্ক করা হয়েছে।একটা উদাহরণ দেই-- একজন ডায়াবেটিস রোগীকে ডাক্তার বলছে যে,

" মিষ্টি জাতীয় খাবার আপনার জন্য ভয়াবহ।" এখন খাসীরা বল, ডাক্তার কি এখানে মিষ্টি খাবারকে কে খারাপ বলেছে নাকি রোগীকে সতর্ক করেছে?

আসলে এইসকল পাবলিকদের ব্রেনের দাম বেশি কারণ এরা এদের ব্রেন ইউজ-ই করে না!!

ইউটিউবে শফি সাহেবের একটা এডিট করা ভিডিও আছে।শাহবাগীরা অপপ্রচারে ওস্তাদ।তোরা আর কত নিচে নামবি?শফি সাহেব আগেই ১৩ দফার ব্যাখ্যা দিয়েছিলেন।মজার বিষয় হল ভিডিও কথার সাথে শফি সাহেবের ১৩ দফার ব্যাখ্যা সাংঘর্ষিক!!!মানবজমিন পত্রিকায় এই এডিট করা ভিডিওর কথা আজ প্রকাশিত হয়েছে।শাহবাগীদের বহুত আগের থেকে চেনা আছে।৫মে গণহত্যার পর এরা বলেছিল যে কোন গণহত্যা টত্যা হয় না,হেফাজতিরা রং মেখে বসেছিল,হেফাজতিরা ক্বুরআন পুড়িয়েছি আরো কত কি!!দুঃখের বিষয় হলেও সত্যি কতিপয় ইসলামপন্থী ভ্রাতা শফী সাহেবকে ভুল বুঝছেন।তাদের বলছি,শাহবাগীদের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।এরা মিথ্যুক।

লিংকঃ Click this link

বিষয়: বিবিধ

১৯৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File