শয়তানের কুমন্ত্রণা
লিখেছেন লিখেছেন ফরহাদ হোসেন মিঠু ২১ মে, ২০১৩, ০৪:৪১:৪৩ বিকাল
বিস-মিল্লাহির রহমানির রহীম
যাবতীয় প্রশংসা মহান আল্লাহ্ তা'আলার জন্য।সালাত এবং সালাম বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মাদ (সঃ)-এর উপর
এবং সমস্ত সাহাবীদের উপর।
১)
দুই শয়তানের মাঝে কথা হচ্ছে--
১ম জনঃ-কিরে তুই এত খুশি কেন আজ?
২য় জনঃ-আরে আজ অনেক বড় কাজ করছি।
১ম জনঃ-কি করছছ?
২য় জনঃ-আরে দুইডারে নাস্তিক বানাইছি।দুইডারে এমন দুইডা ওয়াসওয়াসা(কুমন্ত্রণা) দিছি
যে পুরা কাইত হয়ে গেছে।
১ম জনঃ-কি ওয়াসওয়াসা(কুমন্ত্রণা) দিছছ?
২য় জনঃ-আরে দুইডা প্রশ্ন করছি খালি।তারা পাকনামানি কইরা অল্প জ্ঞান দিয়ে উত্তর দিতে গেছে
কিন্তু জ্ঞানের অভাবে পারে নাই ফলে আমার ফাঁদে পড়ছে।তারপর নাস্তিক হয়ে গেছে।ঈমানের অভাবও ছিল তাদের।
১ম জনঃ-সাব্বাস!পুরা কোপায় দিছছ আজ।দুইডারে আমাদের দলে আনছছ।
জাবের [রাঃ] হতে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ্ [সঃ]কে বলতে
শুনেছি, তিনি বলেন: ‘‘ইবলীসের সিংহাসন হলো সমূদ্রের মাঝে।
অত:পর সে সেখান থেকে তার সৈন্য বাহিনীকে পাঠিয়ে দেয় মানুষের
মাঝে ফেৎনা সৃষ্টি করার জন্য। তাদের মধ্যে সেই তার নিকট বড় যে
বেশী ফেৎনা সৃষ্টি করতে পারে।" (মুসলিম)
২)
আমি যখন নামায পড়া শুরু করি তখন মাঝে মাঝে খুব ভয়াবহ খারাপ চিন্তা আসত।খারাপ চিন্তাগুলো
আসত মহান আল্লাহ্ তা'আলা এবং তাঁর রসূল (সঃ) সম্পর্কে যেটা খুবই খারাপ ছিল।
ধীরে ধীরে খারাপ চিন্তা আসার মাত্রা বেড়ে গেল।আমার অন্তরে নানারকম প্রশ্নেরও সৃষ্টি হত।
তখনও আমি ওয়াসওয়াসা কি জানতাম না।শয়তান যে এইরকম চিন্তা আমার মাথায় আনত তাও জানতাম না।
পরবর্তীতে শয়তান যে এই কান্ড করত তা জেনেছিলাম।মহান আল্লাহ্ তা'আলার রহমতে এখন ওইরকম চিন্তা
প্রায় আসেই না।আসলেও পাত্তা দিই নয়া।
অনেক মুসলিম ভাই বোন হয়তো শয়তানের কুমন্ত্রণার শিকার হন।আপনারা সাবধানে থাকবেন।শয়তান কিন্তু অজ্ঞতার
সুযোগ নেওয়ার চেষ্টা করবে।শয়তান যে অজ্ঞতার সুযোগ নেয় তা আপনারা আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা
থেকে সহজে বুঝতে পারবেন।ঘটনাটি হল---
"Have not those who disbelieve known that the heavens and the earth were joined together as one united piece, then We parted them?
And We have made from water every living thing. Will they not then believe?" [সূরা আম্বিয়া-৩০]
পবিত্র ক্বুরআন শরীফের এই আয়াত Big Bang Theory-কে নির্দেশ করে।এই আয়াত পড়ার পর আমার অন্তরে
ওয়াসওয়াসা আসে যে-"এখানে heavens বলা হয়েছে।আর heaven অর্থ জান্নাত।তাই এই আয়াতের সাথে Big Bang-এর কোন সম্পর্ক নাই।"
শয়তান চাচ্ছিল যেন আমি মহান আল্লাহ্ তা'আলার নিদর্শনকে অস্বীকার করি।পরবর্তীতে আমি heaven শব্দটির প্রতিশব্দগুলোর মধ্যে দেখলাম যে সেখানে 'আকাশ,নভ' আছে।অর্থাৎ এর বহুবচন,'আকাশমন্ডলী,নভোমন্ডলী'।প্রতিশব্দগুলো জানার পর আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল।শয়তান অজ্ঞতার সুযোগ নিয়ে এইভাবে মুসলিমদের বিভ্রান্ত করে।কুমন্ত্রণা আসার পর অনেকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলে।শয়তানের ওয়াসওয়াসা শুনে অনেকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলে যে -ইসলাম ভুল (নাউযুবিল্লাহ্),ক্বুরআন ভুল (নাউযুবিল্লাহ্)।আমাদের সিদ্ধান্ত নেওয়ার Timing বুঝতে হবে।
যেমন-যার হাতে Sniper Rifle থাকে তার কিন্তু খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হয়।কারণ লক্ষ্যবস্তু থাকে অনেক দূরে এবং লক্ষ্যবস্তু নড়াচড়া করে। যখন Sniper গুলি মারেন তখন তাকে দম বন্ধ রাখতে হয় কারণ শ্বাস-প্রশ্বাস নেওয়ার কারণে Rifle হালকা নড়ে যায়।তাই একজন Sniper-কে পারিপ্বার্শিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়।অপরদিকে যার হাতে Ak-47-এর মত বন্ধুক থাকে তাকে কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে হয়।কারণ শত্রু তার সামনে যেকোন সময় আসতে পারে আর শত্রুকে আক্রমণ করার কোন সুযোগ না দেওয়ার জন্য তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়।
যারা শয়তানের ওয়াসওয়াসাই আক্রান্ত হন তাদের তখন Sniper--এর মত সিদ্ধান্ত নিতে হবে।
তাই বলব ইসলাম সম্পর্কে ভালভাবে জানার চেষ্টা করুন।বর্তমানে যারা নাস্তিক হচ্ছে তারা শয়তানের ওয়াসওয়াসায় আক্রান্ত হয়ে নাস্তিক হচ্ছে।
যারা প্রায়ই ওয়াসওয়াসাই আক্রান্ত হোন তাদের হতাশ হওয়ার কোন কারণ নেই।এই রকম ওয়াসওয়াসা আসা খাঁটি ঈমানের লক্ষণ।
এই হাদীসটি পড়ুন---
Some of the Sahaabah complained about the waswaas that was bothering [?] them.
Some of the companions of the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) came to the Prophet (peace and blessings of Allaah be upon him) and said to him,
‘We find in ourselves thoughts that are too terrible to speak of.’ He said, ‘Are you really having such thoughts?’
They said, ‘Yes.’ He said, ‘That is a clear sign of faith.’” (Narrated by Muslim). (Narrated by Muslim, 132 from the hadeeth of Abu Hurayrah).
Al-Nawawi said in his commentary on this hadeeth: “The Prophet’s words, ‘That is a clear sign of faith’ means, the fact that think of this waswaas as something terrible is a clear sign of faith,
for if you dare not utter it and you are so afraid of it and of speaking of it,
let alone believing it, this is the sign of one who has achieved perfect faith and who is free of doubt.”
এই গুরুত্বপূর্ণ হাদীসটি পড়ুন। রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন----
"শয়তান তোমাদের কারো কাছে এসে বলে এটা কে সৃষ্টি করেছে,আর ওটা কে?এক পর্যায়ে সে বলে তোমার রবকে
সৃষ্টি করেছে কে? অতঃপর সে যখন এই স্তরে পৌঁছায়,আল্লাহ্-র কাছে পানাহ চাইবে এবং লাগাম টেনে ধরবে।"
(বোখারীঃ ৩২৭৬।মুসলিমঃ ১৩৪ )
মহান আল্লাহ্ তা'আলা আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন।আমীন।
ওয়াসওয়াসা থেকে পরিত্রাণের উপায় জানতে এই লিংকে যান--- http://islamqa.com/en/ref/25778/Bad%20thoughts
বিষয়: বিবিধ
১৮৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন