বাকশাল হয়ে গেলাম
লিখেছেন লিখেছেন জাওমনি ২০ মে, ২০১৩, ০২:০৬:১৭ রাত
ঐ ১৯৭৫ এর বাকশাল দেখের সুযোগ হয় নাই। এখন মানহুস কন্যা এর দিব্যি ব্যবস্থা করে দিলেন। একদম বাপে উত্তরসুরী হয়েছেন। কোন কোন ক্ষেত্রে তাকে ছাড়িয়ে গেছেন। এতদিন ছিল অঘোষিত বাকশাল আজ এক্কেবারে পাকাপাকি ভাবে চালু হল। নির্লজ্জ দলীয়করণ, রাষ্ট্রিয় সন্ত্রাস, ক্ষমতার অপব্যবহার করে দূর্ণীতি করে জীবন একদম কয়লা করে দিয়েছে। গণতন্ত্র আজ মৃত। মানবাধিকার এবং বিচার ও আইন তো কবেই গেছে। তবে এটা নিশ্চই বেশি দিন চলবেনা। কারন প্রতিটি বাকশালের পরই একটা ১৫ আগস্ট আসবে। তা জনগনের দ্বারাই হোক বা অন্য কারো দ্বারা।
বাকশাল দেখের যখন সুযোগ হয়েছে তখন ১৫ আগস্টও দেখতে পাব।
বিষয়: রাজনীতি
৯৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন