স্বীকৃতি চাই

লিখেছেন লিখেছেন জাওমনি ১৯ মে, ২০১৩, ০১:৫২:০৩ রাত

১৯৭১ সালের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন হবার পর আমরা বাংলাদেশি হিসেবে এক সতন্ত্র পরিচয় ও জাতিসত্ত্বা লাভ করলাম।তার আগ পর্যন্ত আমাদের বলা হত বাঙালি। যদিও এটা ছিল আমাদের সীমিত ভৌগলিক পরিচয়। ৫২র ভাষাআন্দোলন, মুক্তিযুদ্ধ এগুলো আমাদের চেতনা অর্থাত্‍ বাংলাদেশিদের চেতনা। আমাদের জীবনি শক্তি আমাদের বাংলাদেশিদের হাজার বছরের সংস্কৃতি।

কিন্তু এখনো কেন আমাদেরবাঙালি মনে করানো হয়? বাঙালি বলার মাধ্যমে আমাদের পাহাড়ি ভাইদেরকেআলাদা জাতি বানিয়ে ফেলছি। আমাদের নিজস্ব সংস্কৃতিকে আলাদা করছি।এমনকি ভৌগলিক সীমারেখাওঅতিক্রম করছি! কথায় কথায় বাঙালির চেতনা,বাঙালি জাতি বলে আমরা আমাদের মূল পরিচয়কে হারিয়ে ফেলছি।

আমরা এরকম চাই না। আমরা বাংলাদেশি হিসেবে নিজেদের চেতনা,সংস্কৃতিও মূল্যবোধকে অবলম্বন করতে চাই। আমাদের উপজাতিদেরকেও একই পরিচয়দিতে চাই। বাঙালি হয়ে কারো সাথে এক হয়ে নিজের জাতিসত্ত্বাকে ভূলন্ঠিত হতে দিতে চাই না।

তাই বাঙালি নয় বাংলাদেশি হিসেবে স্বীকৃতি চাই,মনে,প্রাণে ও বিশ্বাসে।

বিষয়: বিবিধ

১০১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File