এভাবেই কি মাফ নিতে হয়?

লিখেছেন লিখেছেন হাবীবুল্লাহ আল কাছেম। ২০ মে, ২০১৩, ১০:৫৫:৪৯ রাত

এক গোয়ার প্রকৃতির গ্রাম্য যুবক ছিল। যে ছোট খাট তুচ্ছ বিষয় নিয়ে তার মায়ের সাথে খারাপ ব্যবহার করত। পান থেকে চুন খসলেই মা কে বেদম প্রহার করত। এক দিন তার মাকে সে প্রচন্ড মারলো। মারার পর তার মনে অনুশোচনা জাগল। সে এক মাওলানা সাহেবের কাছে গিয়ে বললো, হুজুর! শুনেছি মাকে মারলে নাকি মানুষ দোজখে যায়। আমি আমার মাকে মেরেছি আমি ও কি তাহলে দোজখে যাব? মাওলানা সাহেব বললেন, সর্বনাশ করেছিস, তুই মাকে মেরেছিস এর চেয়ে বড় গুনাহ আর নেই। তুই অবশ্যই দুজখে যাবি। লোকটি বললো,তবে কি আমার দোজখ থেকে মুক্তির কোন পথ নেই? মাওলানা সাহেব বললেন,তুই যদি তোর মায়ের কাছ থেকে ক্ষমা নিতে পারিস তাহলে জাহান্নাম থেকে রক্ষা পাবি। লোকটি বাড়ী গিয়ে মাকে বললো,মা আমি তোকে মেরেছি, শুনেছি আমি নাকি এখন জাহান্নামে যাব। তাই তুমি আমাকে মাফ করে দাও।

মা বললেন,অসম্ভব! আমি তোকে ক্ষমা করবো না।

আমি কত কষ্ট করে তোকে পেলে পুষে বড় করেছি,আর আখন তুই আমাকেই মেরেছিস,আমি তোকে কিছুতেই ক্ষমা করবো না।

এই কথা শুনার পর লোকটি আরো রেগে গেল। হাতের কাছে কুড়াল ছিল। দুই হাতে কুড়াল উচিয়ে মাকে বললো,মাফ করলে কর না করলে কুপিয়ে ফানা ফানা করে ফেলব।

মা তখন দুই হাত জোড় করে বললো, বাবারে আমাকে আর মারিস না। আমি তোকে ক্ষমা করে দিলাম।

লোকটি তখন হাত থেকে কুড়াল ফেলে দিয়ে চলে গেলো। আর মনে মনে আত্নতৃপ্তি লাভ করতে লাগলো যে আমিতো এখন ক্ষমা নিয়ে নিয়েছি। আমি আর এখন দোজখে যাবো না।

বিষয়: বিবিধ

১২৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File