অনুরাগ

লিখেছেন লিখেছেন মোঃ আমিনুল ইসলাম ০৫ জুলাই, ২০১৩, ০৮:৫২:৩৬ রাত

কত গুলো দিন

কত শত ভুল

প্রতিদিন অহরহ

হাসি-ঠাট্টা, দুঃখ- কান্না

শত ভুলের মাশুল।

আঙ্গুল দিয়ে চোখে

আমার লেখনীর

ঝরেনি জল।

একা সুদুর দিগন্তে

ভাবে মন

বিরহের কোন গান

চিত্রে যেন আঁকা

লক্ষবিহীন ছুটে চলা।

আজ এ দিনে

যৌবনের রাগে

উতলা প্রাণে

কবিতা জাগে

মনে হয় কিছু নয়

সরিষা হয়ে উঠে রাশি রাশি

কত অনুরাগে আমার বসন্তগান।

বিষয়: সাহিত্য

১২৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File