দুঃখের বাড়ি
লিখেছেন লিখেছেন মোঃ আমিনুল ইসলাম ২৫ মে, ২০১৩, ১১:০১:৪১ রাত
এতো দুঃখ রাখবো কই
দুঃখের বাড়ী নাই,
ঐপারেতে কে আছে
ভাবছি বসে তাই।
ছন্নছাড়া দুঃখরা সব
সুখের বাড়ী খোঁজে
দুঃখ আমার জীবন সঙ্গী
আসবে কি মোর পাশে।
ভালবাসায় জীবন নষ্ট
ভালবাসা নাই,
লক্ষহীন জীবন চলায়
কষ্ট বাড়ছে তাই।
ভালবাসার অনেক দাবী
শূন্য পথে পরে রবি,
ছুড়ে ফেল সেই প্রেমিকাকে
আপন বোঝে না যে।
সুখের পাল তুলবে সেদিন
দুঃখের সাগরে—
সাথী – সঙ্গী, প্রেমিক সবাই
আসবে দৌড়িয়ে।
বিষয়: বিবিধ
১৪৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন