লোভে পাপ

লিখেছেন লিখেছেন মোঃ আমিনুল ইসলাম ২৪ মে, ২০১৩, ০৪:০৯:১৮ বিকাল

চোখ দিয়ে তাকিয়ে

মুখ খানি বাড়িয়ে

শীষ দেয় ইশারায়–

ভালো কি মন্দ বোঝা বড় বেকায়দায়-?

ঠিক রাত দুপুরে

কুকুরের পাহারায়

বসে আছি দুজনে—

পুকুরের কিনারায়।

একেতে বর্ষাকাল

তার উপর টিনের চাল,

বাধিয়া রাখিয়াছে তাই

প্রেমিকার খালাতো ভাই।

ঝোপ বুঝে কোব দেব

ধরা যেন নাহি খাই

থর থর বুকটা

এই বুঝি দেখে যায়

মানসম্মান সবই যায়

হাতে নাতে যখন ধরা খাই।

মনে ছিল কুৎসা

বিয়ে যেন নাহি হয়

আনন্দ ফুর্তি মনের ভেতর ছিল তাই

দশ দিন চোরের একদিন মালিকের

তখন ছিলাম অজ্ঞান সুখের তারনায়

আজ তাই ধরাশাই, লোভে পাপ তাই হয়।

বাবা-মা হারিয়ে আজ বড় বিপদে

ধরা পড়ে বিয়ে করে

সমাজ সংসার হারিয়ে ধিক্কার জমিয়ে

সুখ আর আসে নি তাকে জড়িয়ে

উচু মাথা নিচু করে আজও আছি দাড়িয়ে।

দিন যায় দিন আসে নিজেকে হারিয়ে

যাকে নিয়ে সংসার তাকেও আজ হারিয়ে

সিগারেট ধরিয়ে তার মতো পুড়িয়ে

নিঃশেষ আজ আমি পাপ অনেক জমিয়ে।

বিষয়: সাহিত্য

১৩১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File