অবুঝ মন
লিখেছেন লিখেছেন মোঃ আমিনুল ইসলাম ২০ মে, ২০১৩, ০২:০৬:৫০ দুপুর
লিখার জন্য ভাবছি অনেক
লিখবো অনেক আজ
কলম খাতা সবই আছে
মাথায় পড়েছে বাজ।
বিদ্যা বুদ্ধি অক্কেল জ্ঞান
হারিয়ে অনেক আগে
চেষ্টা করলেও ফল নেই তার
জ্ঞানের অভাব হলে।
ভাবছি অনেক করবো কি আর?
কোথায় জ্ঞান মিলে
দিবা নিশি একটু হলেও বইয়ের সাথে বসে
ছেলে বুড়ো সবার শিক্ষায় জ্ঞান মিলে।
ভাইটি আমার ছোট হলেও অনেক ভুল ধরে
হাসতে হাসতে চোখের জল ঝরণার মতো ঝড়ে
এখন আর দুঃখ নেই তাকে মানুষ করে।
দুঃখ যার গলার মালা
চোখ যে তার ঝরণার ধারা
তিল তিল করে গড়বি যাকে
দুঃখ দেবে সেই তোকে
ভাবছি না—হোক সে সুখী
দুঃখ যার চিরকালের, থাক না তার।
ছোট্ট তারা ভুল করেছে কান কথা শুনে
চোখের আড়াল হবো যেদিন
ভাববে তারা হারিয়ে সেদিন
পড়বে তাদের অনেক মনে, দুঃখটাকে সঙ্গে নিয়ে।
বিষয়: বিবিধ
১১৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন