১৯৭৪ আওয়ামী লীগ এর প্রতি কমিউনিষ্ট নেতা মিঃ মনি সিং এর মন্তব্যঃ

লিখেছেন লিখেছেন মুহাম্মদ সেলিম ২৫ মে, ২০১৩, ০২:০১:১৪ রাত

নয়া দিল্লীর জওয়াহেরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর এবং এশিয়ায় সোভিয়েত নীতি গবেষক মিঃ গুপ্ত ১৯৭৪ সালে কমিউনিষ্ট নেতা মিঃ মনি সিং এর একটি বক্তব্য প্রকাশ করে।

বক্তব্যটির কিছু অংশ তুলে দরলামঃ মিঃ মনি সিং বলেন, মস্কো অনুমোদিত একটি দল রেডি করি , এ অবস্থাইয় দেশে একটি প্রেসিডেন্সিয়াল পদ্বতির সরকার প্রতিষ্টিত হবে।

এক প্রশ্নের জবাবে মনি সিং বলেন শেখ মুজিব যদি আমাদের প্রস্তাবে অবশ্যিই রাজি হতে হবে, তিনি আরো বলেন-আমার আরো বিশ্বাস ,শেখ মুজিব বাধ্য হবে এজন্য আমরা সর্বশক্তি নিয়োগ করবো।

বিষয়: বিবিধ

১৩৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File