ঈদের নামায
লিখেছেন লিখেছেন সত্যের ডাক ২৭ জুলাই, ২০১৪, ০৪:০৩:১৩ রাত
ঈদের নামায
ঈদুল ফিতরের ছলাতের (নামায) জন্য ঈদগাহে বা মসজিদে যাওয়ার পূর্বে বেজোড় সংখ্যায় খেজুর খাওয়া (বা কোন মিষ্টি দ্রব্য খাওয়া) সুন্নাত। {বুখারী, হাঃ ৮৯৯।}
ঈদের ছলাতের জন্য পায়ে হেঁটে যাতায়াত করা সুন্নাত। {ইবনে মাজাঃ ১০৭১।}
ঈদগাহে যাওয়ার সময় এক পথে যাওয়া এবং আসার সময় ভিন্ন পথে আসা সুন্নাত। {সহীহ বুখারীঃ হাঃ ৯২৯।}
ঈদের ছলাত বসতির বাইরে খোলা মাঠে পড়া সুন্নাত। {মুসলিম, হাঃ ১৯২৬।}
ঈদের ছলাতের জন্য মহিলারাও ঈদগাহে যেতে পারে। {মুসলিম, হাঃ ১৯২৬।}
ঈদের ছলাতের জন্য আযান ও ইকামত নেই। {মুসলিম/১৯২১।}
ঈদের ছলাতে বারটি তাকবীর বলবে। প্রথম রাকাতে কেরাতের পূর্বে সাত, আর দ্বিতীয় রাকাতে কেরাতের পূর্বে পাঁচ তাকবীর বলা সুন্নাত। {ইরওয়াউল গালীলঃ ৩/১১০।}
আর যদি কেউ ছয় তাকবীর দ্বারা আদায় করে এমন ভাবে যে, প্রথম রাকাতে কেরাতের পূর্বে তাকবীরে তাহরীমা সহ চার তাকবীর, আর দ্বিতীয় রাকাতে কেরাতের পরে রুকুর তাকবীর সহ চার তাকবীর (অর্থাৎ তাকবীরে তাহরীমা ও রুকুর তাকবীর বাদ দিয়ে শুধু ছয় তাকবীর) বলে তাতেও ঈদের ছলাত সুন্নাত মত আদায় হবে। {সিলসিলায়ে সহীহা-/২৯৯৭}
উভয় ঈদের ছলাতে প্রথমে ছলাত অতঃপর খুতবা দেয়া সুন্নাত। {বুখারীঃ ৯০২।}
ঈদের ছলাতের পূর্বে ও পরে ঈদগাহে কোন ছলাত নেই। {মুসলিমঃ ১৯২৭।}
ঈদের ছলাতের পর ঘরে ফিরে দুই রাকাত ছলাত পড়া মুস্তাহাব। {ইবন মাজাঃ ১০৬৯।}
মেঘের কারণে শাওয়ালের চাঁদ দেখা না গেলে, পরে সিয়াম রাখার পর চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া গেলে, তখন সিয়াম ভেঙ্গে দেয়া আবশ্যক। যদি সূর্য ঢলার পূর্বে চাঁদের খবর পাওয়া যায়, তখন সেদিনেই ঈদের ছলাত পড়ে নিবে। আর যদি সূর্য ঢলার পর খবর পাওয়া যায়, তখন দ্বিতীয় দিন ছলাত পড়ে নিবে। {আবুদাউদ, হাঃ ১০৬২।}
উভয় ঈদের ছলাত দেরীতে পড়া অপছন্দনীয়। ঈদুল ফিতরের ছলাতের সময় এশরাকের ছলাতের সময়ে হয়। {সহীহ ইবনে মাজা, হাঃ ১০০৫।}
ঈদগাহে আসা-যাওয়ার সময় তাকবীর বলা সুন্নাত। {নায়লুল আওতারঃ ৩/৩৫১।}
ঈদের মাসনূন তাকবীর হলঃ
اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ ، لاَ إِلَهَ إِلاَّ اللهُ ، وَاللهُ أَكْبَرُ، أَللهُ أَكْبَرُ ، وَلِلَّهِ الْحَمْدُ
‘আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ’। {ইবনু আবিশায়বাঃ ২/২/২, ইরওয়াউল গালীলঃ ৩/১২৫।}
যদি কেউ ঈদের ছলাত না পায় অথবা রোগের কারণে ঈদগাহে যেতে না পারে, তখন একা একা দু’রাকাত ছলাত ঘরে বা ইদগাহে পড়ে নিবে। {বুখারীঃ ১/৪১৪।}
বিষয়: বিবিধ
১৩০০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Click this link
মন্তব্য করতে লগইন করুন