Rose ছদকায়ে ফিতর Rose

লিখেছেন লিখেছেন সত্যের ডাক ২৭ জুলাই, ২০১৪, ০১:৩৫:২১ রাত



সিয়ামে রমাদানের ক্রটি বিচ্যুতির ক্ষতিপূরণ হিসেবে এবং আর্তমানবতার সহায়তার লক্ষ্যে ঈদের ছলাতের পূর্বে শরীয়ত কর্তৃক ধার্য্যকৃত যে খাদ্য বস্তু প্রদান করা হয়, তাকেই যাকাতুল ফিতর বা ছদকা ফিত্রা বলা হয়।

আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) বলেনঃ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালনকারীদের অপ্রয়োজনীয় কার্য্যকলাপ ও অশ্লীল বাক্যালাপের পাপ হতে পবিত্র করণের জন্যে এবং দুস্থ মানবতার ভক্ষণের উদ্দেশ্যে যাকাতুল ফিত্বর ফরয করেছেন। যে ব্যক্তি ঈদের ছলাতের পূর্বে তা আদায় করবে তা যাকাতুল ফিতর হিসেবে গণ্য হবে, আর যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে তা সাধারণ ছদকার মত হবে। {সুনানু ইবনে মাজা, হাঃ ১৪৮০।}

যাকাতুল ফিতর প্রত্যেক মুসলিম নর-নারী, ছোট বড়, স্বাধীন, দাস দাসী, ধনী-দরিদ্র সকলের উপর ফরয। (সহীহ বুখারী।)

ঘরের দায়িত্বশীল ব্যক্তিকে মাথা পিছু সবার পক্ষ থেকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। {সহীহ বুখারী।}

যাকাতুল ফিতরের পরিমাণ হল, এক ছা, যা আড়াই কিলোগ্রামের সমান।{সহীহ বুখারী।}

অথবা অর্ধ ছা গম, যা প্রায় দুই সেরের সমান। {আবু দাউদঃ ১৬২০, সহীহাঃ ১১৭৭, সহীহুল জামেঃ ২৪১।}

যাকাতুল ফিতর আদায়ের ক্ষেত্রে খাদ্যদ্রব্য দিয়ে আদায় করা বেশী উত্তম। গম, চাউল, যব, খেজুর অথবা দেশের প্রধান খাদ্য দ্রব্য দিয়ে আদায় করতে হবে। {সহীহ বূখারী।}

যাকাতুল ফিতর আদায়ের সময় হল, শেষ রোযার ইফতারের পর থেকে ঈদের ছলাতের পূর্ব পর্যন্ত। কিন্তু ঈদের দু’এক দিন পূর্বে আদায় করে দেয়াতে দোষের কিছু নেই। {সহীহ বুখারী।}

উল্লেখ্য, যাদেরকে যাকাত দেয়া যায় তাদেরকে ছদকা ফিতর দিতে হবে।

বিষয়: বিবিধ

১৫৬০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248596
২৭ জুলাই ২০১৪ রাত ০৩:০৬
এবেলা ওবেলা লিখেছেন : মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। যাযাকাল্লহু খাইরান, ধন্যবাদ।
২৭ জুলাই ২০১৪ রাত ০৩:৪৯
193074
সত্যের ডাক লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
248611
২৭ জুলাই ২০১৪ রাত ০৩:২৯
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো লিখাটি
২৭ জুলাই ২০১৪ রাত ০৩:৪৯
193075
সত্যের ডাক লিখেছেন : জাযাকাল্লহু খাইরান, ধন্যবাদ।
248677
২৭ জুলাই ২০১৪ সকাল ১০:২৫
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম। পিজ পড়ে দেখুন ।মানুষ দুনিয়া ও আখিরাতের ভয়াবহ ধ্বংস থেকে বাচার উপায়ঃ
Click this link
২৮ জুলাই ২০১৪ বিকাল ০৪:৫৯
193485
সত্যের ডাক লিখেছেন : জাযাকাল্লহু খাইরান, ধন্যবাদ।
249121
২৮ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
ভিশু লিখেছেন : খুব সুন্দর বিষয়! জাযাকাল্লাহ খাইরান!
Praying Happy Good Luck Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File